ফ্রি জিনিষ বাঙালিরা ফিরেও দেখে না । অথচ সেই ফ্রী জিনিষ এর গায়ে হাজার হাজর টাকা দেখলে তার পিছে দৌড়ায় বলবে , ভাই ফ্রী তে দেওয়া যায় না ?
এই যুগ এ এসে মানুষ দালাল ধরে লাখ লাখ টাকা scam হয় শুধু স্কলারশিপ এর জন্য । বিশ্বাস হয়না?
নাম না বলি । আবার এসে ধরে বলবে নিজের কাজ করেন অন্যের ব্যবসা নষ্ট করে কী লাভ ।
ভাই আমি তো আপনার ব্যবসা নষ্ট করতে আসিনি । বড়লোক এর ছেলের অভাব নাই দেশ এ ।
তবে আমি মুমিন হাজার হাজার মধ্যবিত্তের তো দেখে শুনে ক্ষতি করতে দিব না । এদের 1 টা হাজার টাকা অনেক important । এরা জীবনে না পায় এদিকে যাইতে না পায় ওদিকে যাইতে । এদের একমাত্র ভরসা আল্লাহ ।
হকারী শুরু করা যাক। আপনি কি hsc ২২-২৩-২৪-২৫-২৬ batch?
বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ছোট থেকেই আগ্রহী?
কি করবেন কথা থেকে news পাবেন কোনো idea নেই?
আবার budget নিয়ে সমস্যা?
তবে আজকে আমি আপনাদের সাথে যেই ওয়েবসাইট এর পরিচয় করিয়ে দিব । সেখানে চাইলে নিজে নিজে একদম একটা পয়সা নষ্ট না করে সকল information পেয়ে যাবেন পৃথিবীর সকল ইউনিভার্সিটি এর ইন্ধা আল্লাহ এবং চলে যেতে পারবেন বিদেশে ।
সাইট টির নাম বলার আগে আরো বলে রাখি। এই সাইটে টি একটা সিস্টেম মেইনটেইন করে চলে ।
অর্থাৎ
আপনি স্কলারশিপ খুজতিসেন,
কেউ scholarship এর information পেয়েছে সে scholovo তে নোট করল।
আপনি scholovo নোট পেয়ে এপ্লাই করলেন আপনি বাইরে গেলেন।
আপনি মেন্টর হইলেন এবং নতুন batch দের সাহায্য করলেন ।
এছাড়া এখন থেকে আপনি যুক্ত হতে পারেন পৃথিবীর আনাচে কোণাচে ছড়িয়ে পড়া international স্টুডেন্ট দের সাথে এক বিশাল scholovo কমিউনিটি তে ।
প্রথমে google এ যাবেন : সার্চ দিন scholovo লিখে ।
Direct link :- scholovo.tech
নিউ স্কলারশিপ রিমাইন্ডার/এলার্ট থাকতে shotcut ওয়েবঅ্যাপ টা ইন্সটল করে নেন + নোটিফিকেশন allow করে দেন ।
2. Signup Login / google login (নিচে)
৩ এবার এখন থেকে আপনি চাইলে news নোট/ announce করতে পারবেন ।
৪। এখান থেকে স্কলারশিপ সার্চ করতে পারবেন ।
নিজের দরকার মতন ফিল্টার করে নেন ।
৫ এখানে অ্যাপ্লিকেশন এর ডাইরেক্ট অফিসিয়াল লিঙ্ক আছে ।
Scholovo.tech freemium model ব্যবহার করে । অর্থাৎ আপনি চাইলে নিজেই সব কাজ করতে পারবেন ।তবে একান্তই না পারলে সামান্য কয়েক শত টাকা পারিশ্রমিক এর বিনিময়ে করিয়ে নিতে পারবেন ।
অবশ্যই কয়েকটা ডকুয়েন্ট লিখে সাবমিট করে ১.৫ লাখ টাকা নয় ।
শিক্ষা হোক সবার জন্য । কেউ টাকা , information এর অভাবে বঞ্চিত না হোক ।
– জাজাকাল্লাহ খাইর