যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন

যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-12

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাসের থাকা, না থাকা নিয়ে আলোচনাটা চলছিল অনেক দিন ধরেই। কারণ, সীমিত ওভারের ক্রিকেটে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অফফর্মে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিটনের বাদ পড়ার মূল কারণ ফর্মহীনতা। ডানহাতি এই ব্যাটারের সবশেষ ফিফটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। পুনেতে ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর পেরিয়ে গেছে প্রায় ১৫ মাস আর ১৩ ইনিংস।

সাম্প্রতিক সময়ে অবস্থা ছিল আরও খারাপ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে গত শুক্রবার ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান, সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৩ ইনিংস পর সেটি ছিল তার প্রথম ফিফটি। সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল ২, ৪ ও ০। ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে তিনি করেছিলেন ০, ৩ ও ১৪। তার পরও বৈশ্বিক আসরে তার অভিজ্ঞতায় ভরসা রাখা হয় কি না, সেটিই ছিল দেখার। কিন্তু নির্বাচকরা সেই আস্থা আর রাখতে পারেননি। এদিকে বিপিএলের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। তবুও তার ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। ওপেনার হিসেবে সৌম্যের সঙ্গী হচ্ছেন তানজিদ তামিম।

১৫ সদস্যের স্কোয়াডে ওপেনার, উইকেটকিপার লিটন দাসকে বাইরে রাখা হলেও ব্যাকআপ উইকেটকিপার স্কোয়াডে পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও পারভেজ ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। অভিষেকের অপেক্ষায় থাকা ইমনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাবে টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক হতে পারতো তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি।

স্কোয়াডে জায়গা পেয়েছেন চার পেসার। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা হাসান মাহমুদ সুযোগ পাননি। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবেন নাহিদ রানা। সাকিবের জায়গায় নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে। আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজও।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

© Samakal
Shares:
Leave a Reply