রাত পোহালেই অসি ওপেন শুরু

রাত পোহালেই অসি ওপেন শুরু

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-11

বাংলাদেশ সময় রোববার ভোরে মেলবোর্ন পার্কে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্লামে ছেলেদের বিভাগে হট ফেভারিট ইয়ানিক সিনার। র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান এ তারকা আসরের বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার পথে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জেভেরেভ। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকার জন্য সতর্কবার্তা হলো, টেনিস ইতিহাসের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জকোভিচও আসরে আছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নামছেন অ্যান্ডি মারের সঙ্গে জুটি বেঁধে। অসি ওপেন দিয়ে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন সদ্য সাবেক হওয়া অ্যান্ডি মারে।

প্রায় দেড় যুগ ধরে বিশ্ব টেনিস শাসন করেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে। তাদের বলা হতো ‘বিগ ফোর’। তাদের মধ্যে ২০২২ সালে টেনিস ছেড়েছেন ফেদেরার, গত বছর ছাড়েন নাদাল। তিনটি গ্র্যান্ডস্লামজয়ী মারে গত ১ আগস্ট ইতি টানেন। এই চারের মধ্যে টিকে আছেন কেবল জকোভিচ। গত নভেম্বরে সবাইকে অবাক করে দিয়ে এক সময়ের প্রবল প্রতিপক্ষ অ্যান্ডি মারেকে কোচ হিসেবে বেছে নেন জকোভিচ। কোর্টে দু’জন মোট ৩৬ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে সার্ব তারকা জিতেছেন ২৫ বার। দু’জন ফাইনালে মুখোমুখি হয়েছেন ১৯ বার। গত ২৫ বছর ধরে দু’জন দু’জনকে চেনেন। তাই একে অপরের শক্তি ও দুর্বলতা বেশ ভালো মতোই অবগত। যে কারণে মারে সহজেই প্রয়োজনীয় পরামর্শ এবং কোথায় উন্নতি করতে হবে সেটা নির্ধারণ করতে পারবেন বলে বিশ্বাস জকোর। এ কারণেই দু’জনের জুটি বেশ জমবে বলে প্রত্যাশা টেনিসপ্রেমীদের। ‘রোনালদোকে কোচিং করাচ্ছেন মেসি’– তাদের জুটিকে এভাবেই বর্ণনা করেছেন তিনবারের গ্র্যান্ডস্লাম ফাইনালিস্ট দানিল মেদভেদেভ।

দুরন্ত ছন্দে থাকা সিনারের সামনে এই কিংবদন্তি জুটি টিকতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে সিনার দুশ্চিন্তায় আছেন মাঠের বাইরের একটি বিষয় নিয়ে। গত মার্চে দু’বার নিষিদ্ধ স্টেরয়েডের জন্য পজিটিভ হয়েছিলেন সিনার। বিষয়টি তাঁর ফিজিওর ভুলে হয়েছে দাবি করেছেন ২৩ বছর বয়সী এ তারকা। বিষয়টি নিয়ে ওয়াডা (ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি) এরই মধ্যে ‘কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট’ এ গেছে। রায়ে নিষেধাজ্ঞা নেমে আসতে পারে সিনারের ওপর। তবে তিনি নাকি বিষয়টি নিয়ে খুব বেশি জানেন না। আর ১০ জনের কাছে যতটুকু খবর, তাঁর জানাশোনাও ততটুকুই। তাই বিষয়টিকে নিয়তির ওপর ছেড়ে দিয়ে মাঠের খেলায় মনোযোগ দিতে চান সিনার। মেলবোর্ন পার্কে প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ চিলির নিকোলাস জেরি।

মেয়েদের বিভাগে ফেভারিট হিসেবে নামছেন র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান আর্না সাবালেঙ্কা। বেলারুশের এ সুন্দরী হ্যাটট্রিক শিরোপার আশায় নামছেন এবার। তাঁর সামনে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা ২০ বছর বয়সী এ তারকা গত বছর দারুণ ফর্মে ছিলেন। ইউনাইটেড কাপে সব ম্যাচ জিতেছেন। র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ইগা সোয়েটেককেও দাপটের সঙ্গে হারিয়েছেন তিনি।

© Samakal
Shares:
Leave a Reply