রোববার ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

রোববার ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

বিশ্ব

অনলাইন ডেস্ক

<time class="op-modified" dateTime="2025-01-18"2025-01-18
2025-01-18

ইসরায়েলের কারাগারে বন্দি ৭৩৭ জন ফিলিস্তিনির হালনাগাদ তালিকা প্রকাশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। শনিবার এ তালিকা প্রকাশ করা হয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে তাদের মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার বিকেল ৪টার আগে বন্দিদের মুক্তি দেওয়া হবে না।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি দেওয়ার জন্য এর আগে বন্দি ৯৫ ফিলিস্তিনির একটি তালিকা প্রকাশ করেছিল ইসরায়েলে বিচার মন্ত্রণালয়। পরে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, গাজায় হামাসের হাতে থাকা ৩৩ জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল কর্তৃপক্ষ ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্ত করে দেবে।

ইসরায়েলি তালিকায় কারাবন্দি খালিদা জাররারের নাম আছে। তিনি ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। একইসঙ্গে তিনি ফিলিস্তিনের আইন পরিষদের সদস্য। তালিকায় ফিলিস্তিনের সাংবাদিক বুশরা আল-তাবিলের নামও রয়েছে।

ফিলিস্তিনি তিন সংগঠন—হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর বেশ কয়েকজন সদস্যকে মুক্তি দিতে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে ইসরায়েল। তাদের অনেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে আসছেন।

শনিবার সকালে ইসরায়েল জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে।

রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছে।

© Samakal
Shares:
Leave a Reply