লোহাগড়ায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ

লোহাগড়ায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ

সারাদেশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

2025-01-19

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লোহাগড়া শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এ সমাবেশ হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জোনাল হেড আহমেদ আশীক রাজী।

তিনি বলেন, গত তিন মাসে সরকারের কিছু নিয়ম-নীতির কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিকে সাময়িকভাবে কিছুটা অসুবিধার পড়তে হয়েছিল। অনেক গ্রাহক বিভিন্ন ধরনের কথা শুনে ব্যাংকে  জমা করা টাকা উঠানোর জন্য ভিড় করেছিলেন। কিন্তু ব্যাংকটি এখন আর সে অবস্থায় নেই। সব সমস্যা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। 

তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন এবং ব্যাংকটিতে লেনদেন করার জন্য আহ্বান জানান। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনাল অফিসের দ্বিতীয় কর্মকর্তা মাহফুজুল ইসলাম, আঞ্চলিক কার্যালয়ের এভিপি মনির হোসেন, নড়াইল শাখার ব্যবস্থাপক জাহিদুল আলম কিবরিয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।

ব্যাংকের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা, সাংবাদিক রেজাউল করিম, ব্যবসায়ী বুদ্ধ মজুমদার, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কদর প্রমুখ।

© Samakal
Shares:
Leave a Reply