শাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

শাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সারাদেশ

শাবি প্রতিনিধি

2025-01-12

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত এই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস সানী, আকাশ আহমেদ, ফারহান হোসেন চৌধুরী, আসিফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেক হাসান, রেজাউল হক, মিদুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শিমুল মিয়া, মারুফ মিয়া, ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাইমুর সালেহীন, জ্বালানি এবং খনিজ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দিন মিশু, রাউফুন জাহান, মুজাইদুল ইসলাম সাইমুন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দ মাজার্দী, সেলিম খাঁ, সজীব চন্দ্র নাথ, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের শিক্ষার্থী মজিদুল হক, ইউসুফ হোসেন টিটু, মো. রাকিবুজ্জামান, নাফিউজ্জামান, ইসমাইল, মনিরুজ্জামান মুন্না, পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দুর্জয় সরকার নিলয়, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সুভরা রায় শ্যাম, লোকমান হোসেন এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেদোয়ান হোসেন।

এদিকে গত বছরের ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীদের অধিকতর শাস্তির আওতায় আনা হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই কোটা সংস্কারের দাবিতে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের বাচ্চা' মন্তব্যের প্রতিবাদে শাবির কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা মধ্যরাতে হল থেকে মিছিল বের করেন। মিছিলটি গোল চত্বর পার হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পৌঁছালে ছাত্রলীগ  হামলা চালায়। ওই হামলায় শাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির নামের এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং অনেকে আহত হন।

© Samakal
Shares:
Leave a Reply