শাহজালালের তৃতীয় টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ: বেবিচক চেয়ারম্যান

শাহজালালের তৃতীয় টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ: বেবিচক চেয়ারম্যান

রাজধানী

সমকাল প্রতিবেদক

2025-01-16

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া। বৃহস্পতিবার তৃতীয় টার্মিনালের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

বেবিচক চেয়ারম্যান বলেন, টার্মিনালের সামনে এপ্রোনের কাজও শেষ। সেটি আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবহার করা হবে। দুই কর্নারে সিলিং এবং বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকি রয়েছে, আগামী মার্চের মধ্যে এসব কাজ শেষ হবে। এ ছাড়া ভিভিআইপি রুমের কাজও ৬৫ শতাংশ শেষ হয়েছে। 

তিনি বলেন, যে কোনো মূল্য চলতি বছরের নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন করার পরিকল্পনা চলছে। 

বিমান বাহিনীর দায়িত্ব পালন বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, জরুরি প্রয়োজনে তারা এসেছেন, প্রয়োজন শেষ হলে আবার তারা ফিরে যাবেন বাহিনীতে।  

তিনি বলেন, বিমানবন্দর শুধু সিভিল এভিয়েশনের নয়, এ সম্পদ দেশের সকলের। সুতরাং এর সুনাম এবং রক্ষা করার দায়িত্ব দেশের সকল নাগরিকের। অতএব আন্তর্জাতিক মহলে এর সুনাম ক্ষুণ্ন হলে হলে দেশেরই ক্ষতি হবে।ৎ
 
সিলেট, কক্সবাজার, যশোর, বগুড়া, সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন নিয়েও কথা বলেন বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, বগুড়া বিমানবন্দর উন্নয়ন করে সেখানে বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান, আবু সালেহ মোহাম্মাদ মহিউদ্দিন খা, এয়ার ট্রান্সপোর্ট ও ম্যানেজমেন্ট (এটিএম) এয়ার কমোডর কে এম জিয়াউল হক, নিরাপত্তা এয়ার কমোডর মো. নাইমুজ্জামান খান, এস এম লাভলুর রহমান, প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান প্রমুখ।

© Samakal
Shares:
Leave a Reply