
সন্দ্বীপের ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সারাদেশ
চট্টগ্রাম ব্যুরো <time class="op-modified" dateTime="2025-01-12"2025-01-12
2025-01-12
চট্টগ্রামের সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমাকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ব্যানারে আজ রোববার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং সাধারণ জনগণের প্রতি অবিচার। তারা অবিলম্বে তার অপসারণের দাবি জানান এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা জানান, যদি প্রশাসন দ্রুত ইউএনও রিগ্যান চাকমাকে অপসারণ না করে, তাহলে তারা আরও বৃহৎ কর্মসূচি গ্রহণ করবেন। কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন- মিলাদ হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, লালচাঁদ, দিদার, শামসুল আজম মুন্না প্রমুখ।