সম্পূর্ণ ছবিসহ ফেসবুক ফুল কভার ফটো আপলোড করার নিয়ম | Facebook Full Cover Photo Upload


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা ফেসবুক কভার ফটোতে সম্পূর্ণ ছবিসহ আপলোড করবেন। অনেকসময় দেখা যায় কোনো একটা ছবি ফেসবুক কভার ফটো দিতে গেলে সম্পূর্ণ ছবিটা কভার ফটো দেওয়া যায়না Crop করার প্রয়োজন পড়ে।
যেমনটা আপনারা নিচের ফেসবুক কভার ফটোতে আমার ছবিটা দেখতে পাচ্ছেন।

ফলে সে কভার ফটোটি ভালো লাগছে না। তাই Crop না করে কিভাবে সেই সম্পূর্ণ ছবিসহ কভার ফটো দিবেন চলুন শুরু করা যাক।
তো এ কাজটি করার জন্য প্রথমে Hypic অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করুন।

ইনস্টল শেষে ওপেন করুন।

Import ক্লিক

ফোল্ডার থেকে সেই ছবিটা সিলেক্ট করুন।

Adjust এ ক্লিক

Crop অফশনে যান

Ai Expand ক্লিক

Change Aspect Ratio ক্লিক করুন।

এরপর 16:9 সিলেক্ট করে Generate করুন।

প্রসেসিং পর্যন্ত অপেক্ষা করুন।

৩ টা ফটো আসবে আপনার পছন্দমতো ক্লিক করুন

ছবি সেভ করতে সেভ আইকনে ক্লিক করুন।

তাহলে ছবিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে।

ফেসবুকে কভার ফটো আপলোড করার পর দেখুন সম্পূর্ণ ছবিসহ আপলোড হয়ে গেছে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন


“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Shares:
Leave a Reply