সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সারাদেশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

2025-01-13

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুভ (২২) ও ইমন (২১)। তারা দুইজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মোটরসাইকেল যোগে তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে তিনজন পড়ে যান। এ সময় দ্রুত গতিতে যাওয়া একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আরও বলেন, ট্রাক চালক আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে৷

© Samakal
Shares:
Leave a Reply