সিলেটকে বড় লক্ষ্যই দিল রাজশাহী 

সিলেটকে বড় লক্ষ্যই দিল রাজশাহী 

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-17

পারিশ্রমিক বিতর্ক ঠেলে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু করেছে দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়, রায়ান বার্লের ব্যাটে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে রাজশাহী। স্লগে সিলেট স্ট্রাইকার্সের বোলাররা ভালো করায় দুইশ’ রান হয়নি বিজয়দের। 

ব্যাট করতে নেমে ২৯ রানের ওপেনিং জুটি পায় রাজশাহী। এর মধ্যে ১৯ রান করে ফিরে যান হারিস রউফ। পরে জিসান আলম ২০ রান করে ফিরে যান। তিনে নেমে বিজয় খেলেন ২২ বলে ৩২ রানের ইনিংস। তিনটি চার ও দুটি ছক্কার শট খেলেন রাজশাহীর অধিনায়ক। 

দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন জিম্বাবুয়ের লেগ স্পিন অলরাউন্ডার রায়ান বার্ল। তিনি ৪টি ছক্কা ও একটি চারের শট খেলেন। এর মধ্যে ছক্কার হ্যাটট্রিক করেন সিলেটের অধিনায়ক আরিফুলের বলে। ইয়াসির রাব্বি ১০ বলে ১৯ রান যোগ করেন। স্লগে বাজে ব্যাটিং করেছেন আকবর আলী। তিনি ১৫ বলে মাত্র ১৪ রান করতে পারেন। 

সিলেটের হয়ে বাঁ-হাতি মিডিয়াম পেসার রুয়েল মিয়া ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে মাত্র ২ রান দেন তিনি। ডানহাতি স্পিনার নাহিদুল ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ২ উইকেট। বাঁ-হাতি তরুণ স্পিনার নাহিদুজ্জামান ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। 

© Samakal
Shares:
Leave a Reply