সিলেট সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক, বিপুল পণ্য জব্দ

সিলেট সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক, বিপুল পণ্য জব্দ

সারাদেশ

সিলেট ব্যুরো

2025-01-17

বাংলাদেশে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর ছেলে মালুছ গারো (৩০) ও তার ভাই করল গারো (৪৫)।

এছাড়া একইদিন সিলেটের বিছনাকান্দি, পান্তুমাই, উৎমা, ডিবির হাওরসহ বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, ৫টি গরু, চা-পাতা, মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪৩ লাখ ৩৪ হাজার টাকা।

৪৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি আরও তিন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।

এদিকে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ বাংলাদেশি ট্রাক চালককে আটক করেছে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

শুক্রবার ভোররাতে সিলেট-তামাবিল সড়কের সুরমা গেট এলাকা থেকে চিনিসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর চাঁদপুরের শাহারাস্তি থানার পাড়ান নগরের গাজী মিয়ার ছেলে। উদ্ধার চিনির বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫২ হাজার টাকা।

© Samakal
Shares:
Leave a Reply