সেই যুবদল নেতা কারাগারে

সেই যুবদল নেতা কারাগারে

সারাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

2025-01-12

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া তরিকুল ইসলাম (৪০) নামে সেই যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে গতকাল শনিবার রাতে দিকে থানাসংলগ্ন উপজেলার দেউলভোগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তরিকুল ইসলাম উপজেলা সদরের পশ্চিম দেউলভোগ গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আদালত সূত্র জানায়, রোববার দুপুরে গ্রেপ্তার যুবদল নেতা তরিকুল ইসলামকে মুন্সীগঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালতের বিচারক আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজাদ রহমান জানান, যুবদল নেতা তরিকুল ইসলামকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগের মারামারি মামলাটি ছাড়াও থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

© Samakal
Shares:
Leave a Reply