সেঞ্চুরি করেও বিজয়ের কন্ঠে আফসোসের সুর

সেঞ্চুরি করেও বিজয়ের কন্ঠে আফসোসের সুর

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-20

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরি করেও রাজশাহীকে জেতাতে না পেরে হতাশা লুকাতে পারেননি এনামুল হক বিজয়। খুলনা টাইগার্সের কাছে ৭ রানে হারার পর চোখের জল সামলে সংবাদ সম্মেলনে নিজের মনের কথা বলেছেন রাজশাহীর অধিনায়ক।  

খুলনার দেওয়া ২১০ রানের লক্ষ্যে শেষ বলে রাজশাহীর প্রয়োজন ছিল ৯ রান। বিজয় সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৫৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কার মারে ১০০ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। এ নিয়ে বিজয়ের কণ্ঠে ঝরল হতাশার সুর। পুরস্কার বিতরণী মঞ্চে আবেগাপ্লুত বিজয় সংবাদ সম্মেলনে বলেন, ‘ম্যাচটা জিততে পারলে অন্য রকম তৃপ্তি লাগত। এমন ম্যাচ জেতানো ব্যাটারের কাছে স্বপ্নের মতো ব্যাপার।’

বিজয় আরও তুলে ধরেন বিদেশি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগের অভাবের কথা। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটাররা বাইরের লিগে খেলার সুযোগ পায় না। আফগানিস্তানের জাতীয় দলে না খেলা ক্রিকেটাররাও আইপিএল, বিগ ব্যাশ খেলছে। তারা বড় ক্রিকেটারে পরিণত হচ্ছে। আমাদের মধ্যেও সেই মানের ক্রিকেটার রয়েছে। এমন ম্যাচে তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ দরকার।’

৩২৪ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও রাজশাহী দল পয়েন্ট তালিকার সেরা চারের বাইরে। দলের ব্যর্থতার প্রসঙ্গে বিজয় বলেন, ‘প্রতিভার চেয়ে ধারাবাহিক পারফর্মার খুবই জরুরি। ছোট ইনিংস বড় করে ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই তারা বড় ক্রিকেটার হয়ে উঠবে।’

© Samakal
Shares:
Leave a Reply