সেনাবাহিনীকে কাজ দিতে চূড়ান্ত বৈঠক বুধবার

সেনাবাহিনীকে কাজ দিতে চূড়ান্ত বৈঠক বুধবার

রাজধানী

জবি প্রতিবেদক

2025-01-13

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও সেনা কর্মকর্তাদের বৈঠক আগামী বুধবার অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দিতে রূপরেখা প্রণয়ন করা হবে ওই বৈঠকে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন এই ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে আছি। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করেছি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে আমাদের কাজে দেরি হচ্ছিল। এখন তা অনেকটা সহজ হয়েছে। আমরাও তৎপর আছি।
মাননীয় উপাচার্য সচিবালয়ে সকাল থেকেই মিটিংয়ে আছে।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, অর্থ পরিচালকসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

© Samakal
Shares:
Leave a Reply