স্বাধীনতাবিরোধী একটি দল বিএনপির নামে মিথ্যাচার করছে: দুদু

স্বাধীনতাবিরোধী একটি দল বিএনপির নামে মিথ্যাচার করছে: দুদু

সারাদেশ

রংপুর অফিস

2025-01-11

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে। যে দলটি জোটে থাকলে ভোট পায় সম্মানজনক, আর একক নির্বাচন করলে পায় হাতেগোনা ভোট। এই দলটির নেতাকর্মীদের দাপট আছে, ভোট নেই। আর বিএনপি আদায় করে মানুষের অধিকার, কাজ করে দেশের জন্য।

শনিবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্যসহ সম্মানহানি করেছে। বিনা অপরাধে নিয়েছে কারাগারে। এজন্য সবাইকে এক হয়ে শক্ত ভূমিকা নিয়ে বিএনপিকে এগিয়ে নিতে হবে। আগামী নির্বাচনে ধানের শিষ যার হাতে উঠবে, তার পক্ষে কাজ করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কাজী সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,  মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জাতীয়তাবাদী ওলামা দলে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

কর্মী সমাবেশে রংপুর বিভাগের আট জেলার জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© Samakal
Shares:
Leave a Reply