স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা নিয়ে সিলেটে মিনি রান ইউএসএআইডির

স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা নিয়ে সিলেটে মিনি রান ইউএসএআইডির

খেলা

ক্রীড়া প্রতিবেদক

2025-01-11

স্বাস্থ্যকর জীবনযাপনের প্রচারে ইউএসএআইডি-এর ‘হেলথিয়ার ইন মোশন’ ক্যাম্পেইনের আওতায় সিলেটে আয়োজিত হলো দুই কিলোমিটার মিনি রান। শারীরিক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ২৫০ জনের বেশি স্কুল শিক্ষার্থী। নতুন প্রজন্মের মাঝে ফিটনেস ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।  

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করে তাদের স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করেন। আয়োজনে আরও অংশ নেন ক্রিকেটার রেজাউর রহমান রাজা ও তৌফিক খান তুষার, যারা নিজেদের উপস্থিতিতে ইভেন্টটিকে স্মরণীয় করে তোলেন। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

এই মিনি রান ছিল ইউএসএআইডি’র সারা দেশে সুস্থ ও সক্রিয় জীবনধারা প্রচারের আঞ্চলিক কর্মসূচির একটি অংশ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ১০ জন পেশাদার ক্রীড়াবিদদের পরিচালনায় বিশেষ অনলাইন সেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন। সেখানে ফিটনেস, সুস্থতা এবং ক্রীড়াক্ষেত্রে ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।  সোশ্যাল মার্কেটিং কোম্পানি ইভেন্টে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইলেক্ট্রোলাইট পানীয় সরবরাহ করেছে।  

ইউএসএআইডি’র “হেলথিয়ার ইন মোশন: গতিতেই সুস্বাস্থ্য” ক্যাম্পেইনটি খেলবেই বাংলাদেশ এবং ঢাকা ফ্লো-এর মতো অংশীদারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এ উদ্যোগ আড়াই লাখের বেশি নারী ও কিশোরীকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি লাখো মানুষের মাঝে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিচ্ছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পপ-আপ ইভেন্ট, ফিটনেস চ্যালেঞ্জ এবং আঞ্চলিক কার্যক্রমের মাধ্যমে টেকসই জীবনধারা ও জেন্ডার ক্ষমতায়নের গুরুত্বও তুলে ধরা হচ্ছে।

© Samakal
Shares:
Leave a Reply