আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু অন্য টাইপের পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে এনিমে রিলেটেড একটা পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যারা এনিমে লাভার আছেন, তাদের আশা করি ভালো লাগবে। তাছাড়া কেউ এনিমে দেখা শুরু করতে চাইলে এই এনিমে গুলা লিস্ট করে রাখতে পারেন। আজকে ২০২৫ সালের শুরুর দিকে শীতকালীন সিজনে শুরু হয়ে সিজন শেষ হয়ে যাওয়া কয়েকটা রোমান্টিক এনিমে আপনাদের সাজেস্ট করবো।
২০২৫ সালের শুরুর দিকের সেরা ১০ টি রোমান্টিক এনিমে
২০২৫ সালের শুরুর দিকে শীত কালীন সিজনে বেশ কয়েকটা এনিমে মুক্তি পেয়েছিলো। এদের মধ্য থেকে প্রায় অনেক এনিমের সিজনই শেষ হয়েছে। আজকে তার মধ্য থেকে ১০ টা রোমান্টিক এনিমের লিস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
1. 100 Girlfriends Who Really, Really, Really, Really, Really Love You Season 2
এই এনিমে সম্পর্কে যারা এনিমে দেখেন কম বেশি সবাই জানেন। সিজন ১ দেখানো হয় Rentarou Aijou যাকে প্রপোজ করতো সেই তাকে রিজেক্ট করে দিতো। এর জন্য বেচারা দুঃখে গডের কাছে কান্না করে যে কেন তার সাথে এমন হয়। তখন গড বলে যে তোমার (রেনতারো) জীবনে ১ টা গার্লফ্রেন্ড আসবে লিখতে গিয়ে আমি ভুল করে ১০০ টা লিখে দিয়েছি। এখন তুমি যদি সেই ১০০ জনের মধ্য যার প্রপোজাল এক্সেপ্ট করবা না, বা যাকে তোমার গার্লফ্রেন্ড বানাবা না সে মারা যাবে। 😂
তো এতে প্রথমে রেনতারো হতাশ হলেও পরে ঠিক করে সবাইকে নিজের গার্লফ্রেন্ড বানাবে 😂 এরপর ধীরে ধীরে সে সবাইকে নিজের গার্লফ্রেন্ড বানানো শুরু করে (সবাই বলতে যার সাথে আই কন্টাক্ট হওয়ার পর ও বুঝতে পারে যে এটাই ওর সোল পার্টনার) সিজন ১ ও সিজন ২ মিলিয়ে মনে হয় এখন পর্যন্ত ১০ টা না ১১ টা গার্লফ্রেন্ড হইছে। পরবর্তী তে আরো হবে। এটা বেশ মজার একটা এনিমে। চাইলে এটা দেখতে পারেন।
স্টুডিও: Bibury Animation Studios
রেটিং: 8.07/10
ক্যাটাগরি: Rommane, Comedy, School, Parody, Seinen
পরবর্তী সিজন: এখনো ঘোষণা হয় নি। খুব শিঘ্রই আসবে ঘোষণা।
2. Medaka Kuroiwa Is Impervious to My Charm
এই এনিমে টা বেসড করা হয়েছে Mona Kawai নামে একজন হাই-স্কুল মেয়ের উপর। যে ধনী পরিবারের অত্যান্ত সুন্দরী একজন মেয়ে। তাকে যে ছেলে দেখে সেই তার প্রেমে পড়ে যায় যার বিপরীত হলো Medaka . মূলত Medaka (হিরো) পুরোহিত পরিবারের ছেলে তাই মেয়েদের থেকে দূরে থাকা তার একটা ট্রেনিং ছিলো। কিন্তু মোনা মনে করে যে মেদাকা তাকে পছন্দ করে না। তাই সে নানাভাবে মেদাকাকে নিজের প্রেমে ফেলতে গিয়ে নিজেই মেদাকার প্রেমে পড়ে যায়। অন্যদিকে মেদাকা এর জুনিয়র একটা মেয়েও তার প্রেমে পরে। তো শুরু হয় লাভ ট্রায়াংগেল। পরবর্তী কাহিনি সিজন ২ আসলে জানা যাবে।
স্টুডিও: SynergySP
রেটিং: 7.3/10
ক্যাটাগরি: Romance, Comedy, School
পরবর্তী সিজন: অফিসিয়াল ঘোষণা হয় নি।
3. I Have a Crush at Work (Can You Keep a Secret?)
এই এনিমেতে নায়ক ও নায়কা একই অফিসে কাজ করে। দুজন দুই ডিপার্টমেন্টে। তারা অফিসিয়ালি গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড তবে অফিসে সবার কাছে তা গোপন রাখে। অন্যদিকে অফিসের আরেক ২ টা ক্যারেক্টারের প্রেমের কাহিনী ও এতে আছে। অফিস রম-কম এনিমের মধ্য এটা অনেক ভালো হবে। চাইলে দেখতে পারেন। এন্ডিং টাও অনেক ভালো।
স্টুডিও: Balde
রেটিং: 7.6/10
ক্যাটাগরি: অফিস, রোমান্স, কমেডি
4. Toilet-bound Hanako-kun Season 2
এই এনিমেতে Hanako-kun নামে একটি অদ্ভুত আত্মা এবং Nene Yashiro নামে একটি মেয়ে একসাথে বিভিন্ন ভৌতিক রহস্যের সমাধান করতে থাকে। প্রথম সিজন তাদের প্রেমের শুরু হয়, তবে দ্বিতীয় সিজনে সম্পর্ক আরও গভীর হয় এবং নতুন রহস্যের সাথে সাথে তাদের সম্পর্কের মানসিকতা পরিণত হয়। রোমান্টিকের সাথে হালকা গোস্ট টাইপ দেখতে চাইলে এটা দেখতে পারেন।
স্টুডিও: Lerche
রেটিং: 8.5/10
ক্যাটাগরি: Romance, Comdey, School, Supernatural
5. I’m Getting Married to the Girl I Hate in My Class
গল্পের দুই মেইন ক্যারেক্টার একই স্কুলে পড়ে। স্কুলে দুজন দুজনকে ঘৃণা করে (যার কারণ লাস্টের দিকে বলা হয় এনিমের)। কিন্তু তাদের দাদা এবং দাদি একজন আরেকজন এর বন্ধু। তাদের দাদা ও দাদি অতীতে বিয়ে করতে চেয়েছিলো কিন্তু পারেনি তাই তারা ঠিক করে তাদের নাতী-নাতনি কে বিয়ে দিবে। এক প্রকার জোড় করে মেইন ক্যারেক্টারকে বিয়ে দিয়ে এক বাড়িতে রাখা হয় কাপল হিসেবে। এরপর ধীরে ধীরে কিছু অতীতের কাহিনি সামনে আসে, এক্সট্রা কাহিনিও এড হয় এখানে। ফুল রোমান্টিক টাইপ এনিমের জন্য এটা দেখতে পারেন।
স্টুডিও: Studio Gokumi, AXsiZ
রেটিং: 7.2/10
ক্যাটাগরি: রোম্যান্স, হাই-স্কুল, কমেডি
সিজন ২ : ঘোষণা হয় নি। তবে আসবে।
6. Blue Box
২০২৫ সালের রোম্যান্স এনিমে গুলার মধ্য এটা অন্যতম বেস্ট বলতে পারেন। আর এটায় হিনা নামক ক্যারেক্টারের জন্য মানুষের যে পরিমাণ ইমোশন রয়েছে তা আর কি বলবো। এনিমের মেইন ক্যারেকটার একটা ছেলে। সে পছন্দ করে তার সিনিয়রকে যার নাম চিনাতসু। আবার হিনা তার ক্লাসমেট ও ফ্রেন্ড, সে আবার পছন্দ করে মেইন ক্যারেক্টারকে। হিনা নিজের কনফেশন করলেও তা রিজেক্ট করে দেয়, কারণ হিরো তো পছন্দ করে তার সিনিয়রকে। এই নিয়ে তাদের লাভ ট্রায়াংগেল। যদিও সিজন ১ এই হিনার এই রিজেকশন এর পর সিজন ২ তে আর লাভ ট্রায়াংগেল থাকবে না সম্ভবত। যাই হোক হালকা ইমোশন, লো কমেডি টাইপের জন্য এই এনিমে দেখতে পারেন।
স্টুডিও: Telecom Animation Film
রেটিং: 8.3/10
ক্যাটাগরি: Comedy, Romance, School, Sports
সিজন ২ : শ্রিঘ্রই আসবে।
7. My Happy Marriage Season 2
এই এনিমের গল্প revolves around একজন মেয়ের। যাকে তার পরিবার ছেড়ে গেছে, এবং সে এক বড় সম্পদের অধিকারী যুবকের সাথে বিয়ে করতে বাধ্য হয়। শুরুর দিকে সম্পর্ক তিক্ত হলেও তারা একে অপরকে বুঝতে গিয়ে নিজেদের প্রেম গড়ে তোলে। সিজন ২-এ সম্পর্কের আরও গভীরতা এবং আবেগ বৃদ্ধি পায়, এবং তাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়। একটু পুরানো যুগের ধাচের এনিমে পছন্দ করলে এটা দেখতে পারেন।
স্টুডিও: Kinema citrus
রেটিং: 7.9/10
ক্যাটাগরি: রোম্যান্স, ড্রামা, সুপার ন্যাচারাল, হিস্টরিকাল, ফ্যান্টাসি
সিজন ২: (এখনো রানিং)
8. Anyway, I’m Falling in Love with You
এই এনিমে গড়ে ওঠে ১ জন মেয়ে (মিজুহো) ও ৪ জন ছেলেকে নিয়ে। যারা ছোট বেলার ফ্রেন্ড। এই ৪ জন ছেলে আবার ঐ মেয়েকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে জানায় না। তার মধ্য দুই মেইন ক্যারেক্টার কিজুকি ও শিন দুজনেই মিজুহোকে চায়। বাকি ২ জন তেমন একটা কাহিনি করে না কারণ তারা আগেই কনফেস করছিলো আর সেটা রিজেক্ট করছিলো। তবে তাও তারা ফ্রেন্ড ছিলো। কিন্তু শেষ পর্যন্ত এনিমে যেভাবে শেষ হয়েছে ১ম সিজনে ২য় সিজন যে আসবে তা শিওর থে কাহিনি কোন দিকে যাবে বলা মুশকিল।
স্টুডিও: Typhoon Graphics
রেটিং: 7.3/10
ক্যাটাগরি: রোম্যান্স, স্কুল, ড্রামা
9. Honey Lemon Soda
এনিমের মেইন ক্যারেক্টার হলো উকা নামের একটা মেয়ে। সে পড়াশোনায় ব্রিলিয়ান্ট টাইপ মেয়ে যে তার হাই স্কুলে অনেক বুলির শিকার হয়েছে। কারণ ক্লাস টপার হওয়াতে অলওয়েজ একটু রোবোটিক টাইপ ছিলো। তাছাড়া বাসা থেকে এটা করা যাবে না ঐটা করা যাবে এমন তো আছেই। তো এরপর যখন সে কলেজে ভর্তি হয় তখন এই সমস্যার জন্য ভালো কলেজে ভর্তি হতে পারে নাই, কারণ এডমিশন টেস্টে ফাকা খাতা জমা দেয় সে। একটা মোটামুটি লেভেল এর কলেজে ভর্তি হয়। সেখানেও তাকে বুলি করা হলে হিরো তাকে বাচায়, তার পাশে থাকে। তাকে নিজের পায়ে দাড়াতে শিখায়। বাকি কাহিনি এনিমে দেখলে বুঝতে পারবেন। এটা অনেক ভালো একটা এনিমে। প্রথম দিকে একটু বোরিং লাগলেও পরে ভালো লাগে।
স্টুডিও: J.C.Staff
রেটিং: 7.5/10
ক্যাটাগরি: রোম্যান্স, স্কুল
নেক্সট সিজন: সম্ভবত আসবে না। এন্ডিং ভালো ছিলো।
10. Tying the Knot with an Amagami Sisters
মেইন ক্যারেক্টার হলো ওরিও। তার মা মারা যাওয়ার পর একটা এতিমখানায় বড় হয়। তার মা মারা যাওয়াতে সে ঠিক করে যে সে বড় হয়ে ডাক্তার হবে যাতে অন্যদের মা কে বাচাতে পারে। এর জন্য সে বড় কোনো ভার্সিটিতে পড়তে চায়। তখন তাকে একটা অফার দেওয়া হয় সে যদি একটা মন্দিরের পুরোহিতের ৩ নাতনির থেকে একজনকে বিয়ে করে তাহলে সে বড় একটা ভার্সিটিতে ডাক্তারি পড়ার জন্য যত ফিনানশিয়াল সাপোর্ট লাগে সব পাবে।
সে প্রথমে রাজি না হলেও, পরে ঠিক করে যে সে রাজি। তবে বিয়ে কাকে করবে এটার জন্য তাকে সময় দেওয়া হয়। কাহিনীর শেষের দিকে বুঝা যায় ৩ টা নাতনিই ওরিও কে পছন্দ করে। তবে কে বিয়ে করবে তা বুঝার আগেই কাহিনি শেষ হয়ে যায়। নেক্সট সিজনে বাকিটা জানা যাবে।
স্টুডিও: Drive
রেটিং: 7.7/10
ক্যাটাগরি: রোমান্স, কমেডি, সুপারন্যাচারাল, হারেম
সিজন ২: ঘোষণা আসেনি এখনো।
এই এনিমে কোথায় দেখবো
এই এনিমে গুলো কয়েকটা ইংলিশ, হিন্দিতে ডাব হয়েছে, আবার অনেক গুলো হয় নি, তবে জাপানিজ সাবটাইটেলে পাবেন। যদি ফ্রিতে দেখতে চান তাহলে bilibili, aniwatchtv.to, dailymotion.com, hianime, toonstream (হিন্দিতে পাবেন) এখান থেকে দেখতে পারেন। বা অন্য কোনো অপশন যদি আপনার জানা থাকে তাহলে সেটাতেও দেখতে পারেন। আর যদি অফিসিয়াল ভাবে দেখতে চান তাহলে crunchyroll এ একটা মাসিক বা বার্ষিক প্যাকেজ কিনে নিয়েও দেখতে পারেন।