৪ দেশের কণ্ঠশিল্পী নিয়ে ‘লিভিং রুম সেশন-সিজন টু’

৪ দেশের কণ্ঠশিল্পী নিয়ে ‘লিভিং রুম সেশন-সিজন টু’

বিনোদন

বিনোদন প্রতিবেদক

<time class="op-modified" dateTime="2025-01-18"2025-01-18
2025-01-18

শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের ‘লিভিং রুম সেশন’-এর দ্বিতীয় সিজন। জানা গেছে, এবারের আয়োজনে চার দেশের কণ্ঠশিল্পীর গানে ১৫ দেশের মিউজিশিয়ান কাজ করবেন।

সম্প্রতি লিভিং রুম সেশনের নতুন এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট।

প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাভেল আরিন বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশান গানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সঙ্গে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি।’

পাভেল আরিন জানান, নির্ধারিত বিরতির পর লিভিং রুম সেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত শনিবার লন্ডনের বিশ্বখ্যাত রেস্তোরাঁ দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে। 

আনুষ্ঠানিক যাত্রা ‍শুরু হলেও দ্বিতীয় সিজনের প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন পাভেল। জানালেন, ইতোমধ্যে চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে, আলাপ-আলোচনাও চূড়ান্ত হয়েছে।

© Samakal
Shares:
Leave a Reply