৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

বিশ্ব

সমকাল ডেস্ক

<time class="op-modified" dateTime="2025-01-13"2025-01-13
2025-01-13

জাপানে ৬.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে স্থানীয় সময় সোমবার ৯টা ১৯ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।  মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এই মাত্রা নিশ্চিত করেছে।

ভূ-পৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে। খবর ফক্স ওয়েদারের

বিস্তারিত আসছে… 

© Samakal
Shares:
Leave a Reply