বকেয়া বেতনের দাবিতে ফের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ফের মহাসড়ক অবরোধ

সারাদেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

2024-12-27

কালিয়াকৈর উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকার টু এক্সেল কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর-নবীনগর সড়কের পশ্চিম চন্দ্রা ওয়ালটন এলাকায় অবরোধ করায় যানজটে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
এ কারখানার শ্রমিকরা চারদিন ধরে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ করলেও মালিক পক্ষ শ্রমিকের বেতন পরিশোধে কোনো পদক্ষেপ নেয়নি। গত বছর নজরুল ইসলাম নামে এক ব্যক্তি পশ্চিম চন্দ্রা এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল নামে একটি পোশাক কারখানা চালু করেন। 
কারখানাটি চালু করার পরই তিন শতাধিক শ্রমিক নিয়োগ দেন তিনি।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানান, তিন শতাধিক শ্রমিক চারদিন ধরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কখনও কারখানার সামনে আবার কখনও মহাসড়কে আন্দোলন করছেন। শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কয়েকটি তারিখ দেন। কিন্তু গত বুধবার বিকেল পর্যন্ত বেতন পরিশোধ না করায় বৃহস্পতিবার আবারও বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় কালিয়াকৈর-নবীনগর সড়কের পশ্চিম চন্দ্রা ওয়ালটন এলাকায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রীরা। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ৩১ ডিসেম্বর বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, পশ্চিম চন্দ্রা এলাকার টু এক্সেল কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বৃহস্পতিবারও সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কয়েক দিন ধরেই কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন পরিশোধ করছেন না তারা। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ৩১ ডিসেম্বর বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

© Samakal
Shares:
Leave a Reply