‘তামিমের ডাকে এসেছি’

‘তামিমের ডাকে এসেছি’

খেলা

ক্রীড়া প্রতিবেদক

2024-12-29

বিপিএলের একাদশ আসরে সম্ভবত সবচেয়ে বড় তারকা হতে চলেছেন শাহিন শাহ আফ্রিদি। তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের টি২০ টুর্নামেন্টে খেলতে এসেছেন তিনি। গতকাল ফরচুন বরিশালের হয়ে প্রথম অনুশীলন শেষে পাকিস্তানি এ ফাস্ট বোলার জানান, বিপিএলে ভালো করতে উন্মুখ হয়ে আছেন তিনি। নিজেকে তারকা না ভাবা শাহিন পাঁচটি ম্যাচ খেলতে পারেন বরিশালের হয়ে। প্রথমবার বিপিএলে খেলে ভালো অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে চান শাহিন শাহ আফ্রিদি।

প্রশ্ন: বরিশালে প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল? 
শাহীন:
বিপিএলে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি। তামিম ভাই যখন এই দলে (বরিশাল) খেলার জন্য কল দেন, তখন থেকেই আমি খেলার জন্য উতলা। আমি জানি, বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তারা সুপারস্টারদের ভালোবাসে। আশা করি, আমি এখানে ভালো পারফর্ম করতে পারব।

প্রশ্ন: প্রথম ওভারে সর্বোচ্চ উইকেটের রেকর্ড
শাহিন:
আমি রেকর্ড গড়া বা ভাঙার চেষ্টা করছি না। টি২০ ক্রিকেটে আমি সঠিক জায়গায় বল করার চেষ্টা করিছি। আপনারা জানেন, টি২০ ক্রিকেটের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো থাকে। তাই আমি বৈচিত্র্য কাজে লাগানোর চেষ্টা করি। ভালো জায়গায় বল করার চেষ্টা করি। 

প্রশ্ন: শহীদ আফ্রিদির সঙ্গে বিপিএলে রাইভালরি
শাহিন:
আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলছেন না (হাসি)। আমরা একজন আরেকজনের মোকাবিলা করছি না। তিনি মেন্টর হিসেবে আসছেন। আমি আশা করব, তাঁর কাছ থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।

প্রশ্ন: টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়ার অনুভূতি কেমন
শাহিন:
সত্যি বলতে, আমি তারকা নই। বাংলাদেশে অনেক তারকা ক্রিকেটার আছেন। তামিম খেলছেন। জাতীয় দলের সব ক্রিকেটার খেলছেন। আমার জন্য এবং আপনাদের কাছেও তারাই তারকা হওয়া উচিত। আমি একজন ক্রিকেটার হিসেবে দলের জন্য পারফর্ম করার চেষ্টা করব।

প্রশ্ন: পুরোপুরি ফিট? 
শাহিন:
হ্যাঁ, আমি শতভাগ ফিট। এ জন্যই এখানে আছি।

প্রশ্ন: বরিশাল সতীর্থদের সঙ্গে সম্পর্ক, দলের পরিবেশ…
শাহিন:
আমরা আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। স্থানীয় খেলোয়াড়রা সব সময় ভালো হয়। তারা এখানকার উইকেট সম্পর্কে ভালো জানে। আশা করি, অনেক কিছু শিখতে পারব। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সফরে যেটা কাজে দেবে। 

প্রশ্ন: বিপিএল সম্পর্কে মূল্যায়ন
শাহিন:
বিপিএলের খেলা দেখে আমার যেটা মনে হয়েছে, এটি খুব ভালো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আশা করি, আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। পাকিস্তান যখন খেলতে আসবে, তখন ভালো খেলতে যেটা কাজে দেবে। আমি জানি, অনেক পাকিস্তানি ক্রিকেটার খেলছে। আমি প্রথমবার খেলছি। কেমন ক্রিকেট হয়, দেখার পর তুলনা করা যাবে।

প্রশ্ন: নির্দিষ্ট কোনো বাংলাদেশি ফাস্ট বোলার…
শাহিন:
খুব ভালো একটি বোলিং ইউনিট তারা। তাসকিন বলতেই পারে– সে বাংলাদেশের লিডার। তরুণ বোলার রানা, খুবই ভালো বল করেছে। তার বলে গতি আছে এবং লম্বা একটি ছেলে। আমার মনে হয়, ভবিষ্যতে বাংলাদেশ আরও বোলার পাবে। তাদের গড়ে তুলতে হবে। লাল বলের ক্রিকেট খেললে উন্নতিটা বেশি হয়।

প্রশ্ন: বিপিএলে আসার পেছনে কী কী ফ্যাক্টর…
শাহিন:
আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল।

প্রশ্ন: প্রথম ওভার বোলিংয়ের সময় মাইন্ড সেট
শাহিন:
ব্যাটাররা সাধারণত শুরুতে আক্রমণ করে বোলারকে এলোমেলো করে দিতে চান। বোলার হিসেবে আপনি যখন শুরুতে উইকেট নেন, পুরো ব্যাটিং বিভাগ এলোমেলো হয়ে যায়। কারণ মিডল অর্ডার ভালোভাবে নতুন বল খেলতে পারে না। তাই নতুন বলে আমি সব সময় উইকেট নেওয়ার চিন্তা করি। কখনও সেটি না পেলে বৈচিত্র্য ব্যবহারের চেষ্টা করি। সব সময় আক্রমণাত্মক বোলিংয়ের চেষ্টা করি।

প্রশ্ন: নির্দিষ্ট কোন লেংথকে আপনি গুরুত্ব দেন?
শাহিন:
আসলে আমার বেশির ভাগ উইকেট ইয়র্কার থেকে। তো এটাই।

প্রশ্ন: ৪৮ ঘণ্টা আগেও অনেক দলের অধিনায়ক জানেন না, টুর্নামেন্টের জন্য আদর্শ কিনা
শাহিন:
আমার দলে তো তামিম ভাই অধিনায়ক। আমি গত রাতে এখানে এসেছি। আমি জানি না, কোন দলের অধিনায়ক কে। এমনকি আমি এখনও জানি না, দলগুলো কী কী। আমি শুধু আমার দলের হয়ে খেলার কথা জানি এবং তামিম আমাদের অধিনায়ক।

প্রশ্ন: বরিশাল দলে সবচেয়ে প্রিয় বাংলাদেশি ক্রিকেটার কে?
শাহিন:
আমার দলের সবাই। তারা আমার সতীর্থ।

প্রশ্ন: তামিমের সঙ্গে কী আলাপ হয়েছিল?
শাহিন:
তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই আমি খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।

© Samakal
Shares:
Leave a Reply