
বরিশালে বই নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ
কিছু আলো নীল
মুহাম্মদ শফিকুর রহমান 2025-01-10
সুন্দর, শান্ত, কোলাহলমুক্ত পরিবেশে বসে বই পড়তে পারবেন। পছন্দের বই কিনতে পারবেন। কোনো বই প্রয়োজন হলে তা অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারবেন। বিভাগীয় শহর বরিশালে বইয়ের এমনই এক ভিন্ন জগতের দেখা মিলবে নতুন বাজারে, বনমালী গাঙ্গুলি হলসংলগ্ন ‘নির্বাচিত’ বই বিপণন প্রতিষ্ঠানে। আদতে এটি একটি বুকশপ হলেও, অনেক ভিন্নতা আছে। সেটি অন্দরসজ্জা থেকে বইয়ের সংগ্রহ পর্যন্ত। ঢাকা-চট্টগ্রামের মতো বড় নগরের বাইরে বই কেনার সময় বসে একটু পড়া, খানিকটা নেড়েচেড়ে দেখা, মূল বই সংগ্রহ করার সুযোগের যথেষ্ট অভাব রয়েছে। এই অভাব পূরণে অনবদ্য আয়োজন করেছে ‘নির্বাচিত’।
কিছুদিন আগেও বরিশালে বড় পরিসরের কোনো বইয়ের দোকান ছিল না; যেখানে শুধু বই কেনা নয়, বসে খানিকটা পড়ে নেওয়ার সুযোগও থাকবে। বিদেশি বইয়ের ক্ষেত্রে মূল মুদ্রণের বই পাওয়ার সুযোগ কম ছিল; পাঠকরা থাকতেন অনলাইননির্ভর। ‘নির্বাচিত’তে পাঠকরা নাগালের মধ্যেই পাচ্ছেন এসব বই। মোট তিনটি তলায় সাজানো এ আয়োজন। পাঠকদের বসে পড়ার জন্য নিচতলায় টেবিল, চেয়ার, বেঞ্চ, টুল ইত্যাদি আছে। দোতলায় জুতা খুলে ভেতরে গিয়ে মেঝেতে একসঙ্গে ৫০ জন বসতে পারেন। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে। তৃতীয় তলায় বুক ক্যাফে করার পরিকল্পনা আছে বলে জানা গেছে।
২০২০ সালের ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া ‘নির্বাচিত’-এর অন্দরসজ্জা করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৮ হাজার ৪৩৩টি বই আছে। এই প্রতিষ্ঠানের পুরো প্রতিষ্ঠানই প্রযুক্তিনির্ভর। নির্বাচিত প্রতিষ্ঠায় পুরো বিনিয়োগ করেছেন ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাঈম। এ উদ্যোগে অন্যতম সঙ্গী হিসেবে রয়েছেন জাহিদ আবদুল্লাহ রাহাত।
‘নির্বাচিত’ প্রসঙ্গে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচিত আমাদের ভাব এবং অভাব দুটোই পূরণ করেছে। ভালো বইয়ের অভাব ছিল এ শহরে– নির্বাচিত তা পূরণ করেছে। আমাদের যে ভাব আছে মনের, বোধের, বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাও পূরণ করে চলেছে নির্বাচিত।’
নির্বাচিততে অফলাইন, অনলাইন, নির্দিষ্ট এলাকায় হোম ডেলিভারি এবং সারাদেশে কুরিয়ার যোগে বই পাঠানোর ব্যবস্থা আছে। নির্বাচিতকে কেন্দ্র করে রাহাতের ঝুলিতে নানা অভিজ্ঞতা জমা পড়েছে। জানান, ১২ দিন বয়সী শিশুটিকে নিয়ে মা-বাবা যখন নির্বাচিততে আসেন, তখন একটু অবাকই হয়েছিলেন রাহাত। এ দম্পতির পরিচয়-পরিণয় নির্বাচিত থেকেই। বই কিনতে এসে বা বইয়ের আলোচনা করতে করতে তরুণ-তরুণীদের মধ্যে প্রণয়ঘটিত ব্যাপার নির্বাচিততে ডজন খানেকেরও বেশি হয়েছে। নির্বাচিতকে ভালোবেসে চায়ের কাপ উপহার দেওয়া, জীবনানন্দ দাশ ও সুফিয়া কামালের প্রতিকৃতি এঁকে বা পাখির বাসা বানিয়ে নিজ হাতে নির্বাচিততে সেট করে দেওয়া, ফুল, চকলেট, মিষ্টি, শোপিস, সর্বশেষ টবসহ বিভিন্ন প্রজাতির গাছ উপহারপ্রাপ্তি সবই রাহাতকে আবেগাপ্লুত করে।
রাহাত বলেন, ‘সমাজে সব সমস্যার মূল হলো মানুষের বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি না হওয়া এবং সঠিক তথ্য না জানার কারণে হয়। বই এ সমস্যা সমাধান করে, সে মানুষকে অনুসন্ধিৎসু করে এবং একটি গভীর অনুভূতি দেয়।’ প্রতিটি ঘরে যেন একটি বুক সেলফ থাকে, উপহারপ্রাপ্তির তালিকায় বই যেন মানুষের পছন্দের তালিকায় থাকে– এমনটাই চাওয়া রাহাতের। v