ঘোড়দৌড় প্রতিযোগিতায়  মানুষের ঢল

ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

সারাদেশ

দিনাজপুর প্রতিনিধি

2025-01-10

দিনাজপুরের বিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে উপজেলার পলিপ্রয়াগপুর মৎস্যচাষি সমবায় সমিতি এ আয়োজন করে। 
গতকাল শুক্রবার আয়োজিত এ প্রতিযোগিতায় তিন ক্যাটেগরিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫টি ঘোড়া অংশ নেয়।
গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে গতকাল দুপুরে পলিপ্রয়াগপুর গ্রামের মাঠে আশপাশের এলাকাগুলো থেকে নারী-পুরুষ-শিশু আসতে থাকে। একসময় মানুষের মিলনমেলায় পরিণত হয় সমিতির মাঠ। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শাহনেওয়াজ ফিরোজ শুভ।
খেলায় এ ক্যাটেগরিতে প্রথম হয়েছেন ঘোড়াঘাটের আবির, বি ক্যাটেগরিতে একই এলাকার আনোয়ার হোসেন ও সি ক্যাটেগরিতে চিরিরবন্দরের শাহরিয়ার। 
প্রধান অতিথি বলেন, ঘোড়দৌড় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। বিলুপ্তপ্রায় এ খেলা ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত করতেই এ আয়োজন। প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

© Samakal
Shares:
Leave a Reply