
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত
শিক্ষা
সমকাল প্রতিবেদক <time class="op-modified" dateTime="2025-01-10"2025-01-10
2025-01-10
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘ফ্যামিলি ডে-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজীপুরের একটি রিসোর্টে (পূর্বাচল) দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক রঙ-বেরঙের বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ফ্যামিলি ডে-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছনাত আলী ও ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা খেলাধুলা, পিঠা উৎসবসহ বিভিন্ন কর্মকাণ্ডে মেতে উঠেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান।