ফরিদপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

ফরিদপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

সারাদেশ

অনলাইন ডেস্ক

<time class="op-modified" dateTime="2025-01-11"2025-01-11
2025-01-11

হিম শীতে উষ্ণতা ছড়াতে ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। শনিবার ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ মেলায় পিঠাপ্রেমী নারী-পুরুষ ও শিশুর পদচারনায় মুখরিত হয়ে উঠেছে সংস্থার প্রাঙ্গণ।

ফরিদপুরের কোর্ট চত্বর সংলগ্ন সংস্থা প্রাঙ্গনে শীতকালীন পিঠা পুলির সমাহার নিয়ে স্টল সাজিয়েছেন শহরের ২০ জন উদ্যোক্তা। স্টলগুলোতে ভাপা, পুলি, সেমাই, পাকান, দুধ চিতই, পাটিসাপটাসহ ৩০ প্রকার পিঠা পাওয়া যাচ্ছে।

পিঠা উৎসবের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার আহবায়ক তৌহিদুল ইসলাম স্টালিন।

তিনি বলেন, কবিতা-উপন্যাস, নাচ-গানই শুধু সাহিত্য ও সংস্কৃতির অংশ নয়। আবহমান বাংলার পিঠা পুলিও সংস্কৃতির অন্যতম উপাদান। এজন্যই আমাদের এই আয়োজন। এবার আমরা প্রথম এই পিঠা উৎসবের আয়োজন করলাম। ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা আগামীতেও এই ধারা অব্যহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সচিব হাসানউজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সাহিত্য উন্নয়ন সংস্থান সদস্য শাহানা জলি, জাহাঙ্গীর খান, ম. নিজাম, মেহেদী মিঠু, আবু সুফিয়ান চৌধুরী কুশল, আলতাফ মাহমুদ, শিপ্রা গোস্বামীসহ প্রমুখ।

© Samakal
Shares:
Leave a Reply