
বৈষম্যহীন দেশের জন্য সূর্য সেনের সেই লড়াই এখনও চলছে
সারাদেশ
চট্টগ্রাম ব্যুরো 2025-01-12
সাম্রাজ্যবাদী শোষণ, লুণ্ঠন ও ঔপনিবেশিক পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বপ্ন জাগিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন ও তাঁর সহযোদ্ধারা। একটা গণতান্ত্রিক, শোষণ ও বৈষম্যহীন দেশের জন্য তাদের সেই লড়াই এখনও চলছে। সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবসে চট্টগ্রামে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
রোববার নগরের আন্দরকিল্লার জেএমসেন হল প্রাঙ্গণে সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করা হয়। এ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আকরাম হোসেন, আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, উম্মে হাবিবা শ্রাবণী প্রমুখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হলেও সেই ব্যবস্থা এখনও পাল্টায়নি। দ্রব্যের মূল্যবৃদ্ধি, সিন্ডিকেট, শেয়ারবাজারে কারসাজি, আইনশৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, মন্দির-মাজারে হামলাসহ জনগণের জীবন ও জীবিকার প্রতিনিয়ত সংকট ঘনীভূত হচ্ছে। একই সঙ্গে দেশের সংবিধান, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধকে নিয়ে চলছে বিতর্ক ও বিকৃতির প্রয়াস। পতিত স্বৈরাচার কিংবা যুদ্ধাপরাধী রাজাকার এবং গণবিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।