সিলেটে ৩ দিনের মাহফিলে শতাধিক মোবাইল চুরি 

সিলেটে ৩ দিনের মাহফিলে শতাধিক মোবাইল চুরি 

সারাদেশ

সিলেট ব্যুরো

2025-01-13

সিলেটে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত সমাপ্ত হওয়া তিন দিনের ওয়াজ মাহফিলে শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির মধ্যে ৭৪ জনই মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। পাশাপাশি মামলা করেছেন আরও দুই জন। সোমবার পর্যন্ত পুলিশ ১০ জনকে আটক করেছে।

সিলেটের এমসি কলেজ মাঠে তিন দিনের ওয়াজ মাহফিল শনিবার রাতে শেষ হয়। মহানগর পুলিশের শাহপরান থানার আওতাধীন ওই মাঠে সমাপনী দিনের বক্তা ছিলেন ড. মিজানুর রহমান আজহারী। তার বক্তব্য শুনতে লাখ লাখ মানুষ জড়ো হন। ওই দিন রাতে ও এর আগের দিন রাতে মোবাইল চুরির ঘটনায় গত রোববার থানায় ৩৩ জন জিডি ও দুই জন মামলা করেন। সোমবার আরও জিডি করেছেন ৪১ জন।
 
চুরির ঘটনায় জড়িত সন্দেহে চার নারী ও ছয় পুরুষকে পুলিশ আটক করেছে উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন তাফসির মাহফিল থেকে মোবাইল চুরির ঘটনায় ৭৪ জন জিডি করেছেন। মামলা করেছেন আরও দুইজন। পুলিশ জিডি ও মামলার তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। 
 

© Samakal
Shares:
Leave a Reply