ছাত্রলীগ নেত্রী বেনজীর নিশি গ্রেপ্তার

ছাত্রলীগ নেত্রী বেনজীর নিশি গ্রেপ্তার

সারাদেশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

<time class="op-modified" dateTime="2025-01-14"2025-01-14
2025-01-14

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা এলাকার একটি বাসা থেকে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বেনজির হোসেন নিশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সভাপতি। এর আগে তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে অন্যান্যদের মত বেনজির নিশি আত্মগোপনে ছিলেন। ইতিমধ্যে গত ১৪ ডিসেম্বর সকালে ধানমন্ডি এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রকাশ্যে ছাত্রলীগের মিছিল করে আলোচনা সমালোচনার জন্ম দেন। তাকে ঢাকার কলাবাগান থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানায় সূত্রটি।

লিশের অপর এক সূত্র জানায়, ওই নেত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে তিনি প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছিলেন। গত ১৭ ডিসেম্বর কলাবাগান থানা পুলিশ নিশির মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায়। এ সময় নিশিকে গ্রেপ্তারে ব্যর্থ হলেও সেখান থেকে তার সহযোগী ছাত্রলীগনেত্রী কাজলকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের প্রথম সারির নেত্রী বেনজির নিশি মাগুরা সদরের পারনন্দুআলী এলাকার বাসিন্দা।

© Samakal
Shares:
Leave a Reply