ডেঙ্গুতে এক দিনে আরও ২ মৃত্যু, শনাক্ত ৩১

ডেঙ্গুতে এক দিনে আরও ২ মৃত্যু, শনাক্ত ৩১

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-15

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা দক্ষিণ সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জানুয়ারির দুই সপ্তাহে সাতজন মারা গেলেন। এদের মধ্যে ছয়জনই পুরুষ। এক দিনে নতুন করে ৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে চার এবং খুলনা ও রাজশাহী বিভাগে দু’জন করে রোগী ভর্তি হয়েছেন। 

চলতি বছরে প্রথম ১৪ দিনে ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি ছিল।
 

© Samakal
Shares:
Leave a Reply