
হামলার অভিযোগে চট্টগ্রামে দু’জনকে নিয়ে গেল পুলিশ
সারাদেশ
চট্টগ্রাম ব্যুরো 2025-01-16
চট্টগ্রামে তল্লাশির জন্য অটোরিকশা থামিয়ে হামলার শিকার হয়েছেন দাবি করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তারা হলেন পটিয়ার চরকানাই গ্রামের মান্নান কোম্পানির বাড়ির মৃত মনছুর আহাম্মেদের ছেলে মোরশেদ খান ও বোয়ালখালী থানার পশ্চিম শাকপুরা গ্রামের শামসুল আলমের ছেলে মো. করিম।
পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তারা হলেন– এসআই হাবিবুর রহমান ও অসিত নাথ, কনস্টেবল আবদুল সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ। পুলিশের দাবি, গত মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বোয়ালখালীর দিক থেকে শহরে আসছিলেন গ্রেপ্তার দুই ব্যক্তি। নগরের কালুরঘাট মোহরা চেকপোস্টে পুলিশ তাদের অটোরিকশা তল্লাশির জন্য থামার সংকেত দেয়। এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
গ্রেপ্তার মোরশেদ ও করিমের বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে কেন তারা পুলিশের ওপর উত্তেজিত হলেন, জানা যায়নি। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, আটক দু’জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।