সাইফকে ছুরিকাঘাত, সিসি টিভির ফুটেজেও রহস্য!

সাইফকে ছুরিকাঘাত, সিসি টিভির ফুটেজেও রহস্য!

বিনোদন

বিনোদন ডেস্ক

2025-01-16

গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ঘরে ডুকে কোপিয়েছে  দুষ্কৃতিকারী। এ ঘটনায় রীতিমতো অবাক পুরো বলিউড। নিশ্ছিদ্র নিরাপত্তার দেয়াল ভেদ করে কীভাবে নবাব বাড়িতে ডাকাত হানা দিল মাঝরাতে? এবার জানা গেল তা।  

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে সাইফের বাড়ি পাহারার দায়িত্বে ছিলেন ৭ নিরাপত্তারক্ষী। তাদের চোখ ফাঁকি দিয়ে ঢোকে দুষ্কৃতিকারী। সিসিটিভি ফুটেজে কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়নি। তাই রহস্য রয়েই যাচ্ছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশে ছোট নবাবের বান্দ্রার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারী। বাড়ি ঢুকতেই দুষ্কৃতিকারীকে দেখে ফেলেন পরিচারক। তিনি ঝগড়া বাঁধিয়ে দেন । বিষয়টি নজরে এলে তাদের শান্ত করার চেষ্টা করেন সাইফ। দুষ্কৃতিকারীকে বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয় নায়কের সঙ্গে। পরিবারের সদস্যদের রক্ষা করতে সাইফ নিরস্ত্র অবস্থায় বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে একাধিকবার ছুরির আঘাত করে দুষ্কৃতিকারী।

এ সময় ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে। দুষ্কৃতিকারী পালিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”

© Samakal
Shares:
Leave a Reply