আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-16

ঢাকায় এনসিটিবি কার্যালয়ের সামনে গতকাল আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজকের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষাভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

জানা যায়, বুধবারের ঘটনায় বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয় ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষাভবনের সামনে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এসময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ।

© Samakal
Shares:
Leave a Reply