৯ বছর পর দেশে ফিরে ঘরে পেলেন স্ত্রীর লাশ

৯ বছর পর দেশে ফিরে ঘরে পেলেন স্ত্রীর লাশ

সারাদেশ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

2025-01-16

প্রায় ৯ বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরেছেন আলামিন নামে এক প্রবাসী যুবক। তবে ফেরাটা সুখের হলো না তার। ঘরে ঢুকেই দেখতে পান স্ত্রীর ঝুলন্ত মরদেহ। এ সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রী পপির (৩০) মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজনের ধারণা, আজ দুপুরের দিকে পপি তার বসতঘরের কাঠের আড়ার সঙ্গে নিজের কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠান। পপির আত্মহত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি পরিবার।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

© Samakal
Shares:
Leave a Reply