খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক পরিশোধ করছে রাজশাহী

খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক পরিশোধ করছে রাজশাহী

খেলা

ক্রীড়া প্রতিবেদক

2025-01-16

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা শোধ করেছে দুর্বার রাজশাহী। আগামীকাল দুপুর ২টায় নির্ধারিত সময়ই মাঠে নামবে ফ্রাঞ্চাইজিটির ক্রিকেটাররা। যদিও পারিশ্রমিক নিয়ে তালবাহানার কারণে খেলায় মন নেই রাজশাহীর ক্রিকেটারদের।

এর আগে গতকাল পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেন রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি আগামীকালের ম্যাচও না খেলার হুমকি দেন তারা। এরপর রাতেই খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ সকালে ক্রিকেটাররা অনুশীলন করলেও টাকা পাওয়া নিয়ে আশ্বস্ত হতে পারছিলেন না তারা। দিন গরিয়ে সন্ধ্যা হলেও ছিলো না টাকা দেওয়ার কোনো তথ্য। তবে অবশেষে রাত ১০টায় ক্রিকেটারদের টাকা দেওয়া শুরু করেছে মালিকপক্ষ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর আগে দলগুলো খেলোয়াড়দের মোট অর্থের অর্ধেক শোধ করবে। বাকি ৫০ শতাংশের ২৫ ভাগ টুর্নামেন্টের মাঝে এবং বাকিটা টুর্নামেন্ট শেষে পরিশোধ করতে হবে। দেরিতে হলেও পারিশ্রমিক দেওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দ্রুতই বাকি ২৫ ভাগ টাকা ক্রিকেটারদের শোধ না করলে আবারও বেঁকে বসতে পারেন রাজশাহীর ক্রিকেটাররা।

© Samakal
Shares:
Leave a Reply