মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল

মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

<time class="op-modified" dateTime="2025-01-17"2025-01-17
2025-01-17

মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি গোল্ডেন স্টার জাহাজ। আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এসব চাল আনা হয়। এটি অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। 

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

© Samakal
Shares:
Leave a Reply