পুরুষদের বিপিএলের পরই নারীদের বিপিএল

পুরুষদের বিপিএলের পরই নারীদের বিপিএল

খেলা

ক্রীড়া প্রতিবেদক

2025-01-17

মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা বহুবার শোনা গিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তবে এবার মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিগগিরই শুরু হওয়ার পথে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নারী বিপিএল।

এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জানান, ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরেই মিরপুরে শুরু হবে মেয়েদের বিপিএল। টুর্নামেন্টে তিনটি দল অংশ নেবে, প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার ও একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। প্রথম পর্বে তিনটি দল দু'বার পরস্পরের বিপক্ষে খেলবে, এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।  

নারী ক্রিকেটের উন্নতির জন্য এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী ফাহিম। তিনি বলেন, ‘আমরা নারী ক্রিকেটের এই প্রতিযোগিতা শুরু করতে চাই এবং দেখতে চাই, টি-টোয়েন্টি সংস্করণে এটি কীভাবে প্রভাব ফেলবে। আশা করছি, এটি নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।’  

আজ টুর্নামেন্টটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে ফাহিম জানান, ‘আমরা উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব, তিনটি দল নিয়ে। বিপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে। এই লিগের সময়সীমা হবে ৮-৯ দিন।’  

দল কম হওয়ার বিষয়ে ফাহিম বলেন, ‘আমাদের দেশে নারী ক্রিকেটারদের মানসম্পন্ন সংখ্যা খুব বেশি নেই, তাই আপাতত তিনটি দল নিয়ে লিগ শুরু করতে হচ্ছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহ এবং যোগ্যতা যাচাই করে দ্রুতই তিন দলের নাম ও মালিকানা চূড়ান্ত করা হবে।’

© Samakal
Shares:
Leave a Reply