আইইউবিএটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আইইউবিএটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ

অনলাইন ডেস্ক

2025-01-18

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) তাদের প্রতিষ্ঠার ৩৪ বছরে পদার্পণ করেছে। বৃহস্পতিবার সকালে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা এবং আইইউবিএটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে, আইইউবিএটির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উৎসবের অংশ হিসেবে বেলুন এবং শান্তির প্রতীক সাদা কবুতর উড়ানো হয়। আইইউবিএটির উন্মুক্ত অডিটোরিয়ামে সকল বিভাগ ও ফ্যাকাল্টির অংশগ্রহণে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা।

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় আইইউবিএটির অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক ছিলেন, তার যোগ্য নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশেষ স্থান অর্জন করেছে।

© Samakal
Shares:
Leave a Reply