হ্যালা বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি সবাই অনেক ভালো আছেন , আজকে তো পোস্টের টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি , তো আর দেরি কেনো চলুন শুরু করা যাক।

এটা আপনারা কখন ব্যবহার করবেন সেটা একটু ক্লিয়ার করে দেই , অনেক সময় আমাদের এস এসছি রেজাল্ট দেবার সম্রয় আমাদের রেজাল্ট খারাপ হলে আমরা লজ্জায় কাউকে বলতেও পারিনা , এটা ছাড়াও মনে করুর আপনি রেজাল্ট ভালো করেছেন , কিন্তু এ+ আসে নাই , সে ক্ষেত্রেও আপনি খুব সহজে সেটিকে এ প্লাস নিয়ে আসতে পারবেন , কি বিষটি অনেক মজার না?

তো এটা করার জন্য প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে নিবেন
রপর এসএসসি রেজাল্ট লিখে সার্চ করবেন , তারপর ওয়েবসাইট টি ওপেন করে নিবেন

এখন আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে তারপর সেখানে সাবমিট করে দিবেন

সাবমিট করাগ শেষে দেখতে পারবেন এখানে আপনার সমস্ত ডিটেইলস সো করছে ,

এখন আপনি ফাঁকা জায়গায় ক্লিক করবেন , তারপর দেখতে পারবেন


এর কম একটি অপশন সো করছে এখানে থেকে আপনি আমার দেখানো অপশনে ক্লিক
করে দিবেন

এবং এখানে সকল সোর্চ কোড দেখতে পারবেন , তারপর আপনি একটু নিচে আসলেই দেখতে পারবেন এখানে আপনার সমস্ত তথ্য সো করতেছে , এইখান থেকে আপনি ইচ্ছে মতে্া আপনার সকল তথ্য পরিবর্তন করতে পারবেন।

পোস্টটি ভালো লাগলে লাইক , কমেন্ট করুন ।

সবাইকে ধন্যবাদ।

 

Shares:
Leave a Reply