প্রারম্ভিকতা
শিরোনামের Giveaway দেখে যদি পোস্ট পড়তে আসেন তাহলে বলবো একদম শেষের দিকে চলে যান – কেননা মন না চাইলে শুধু শুধু সাইকোলজি দিয়ে কি আর সফলতা কি স্যাটিসফেকশান গেইন হয়?
নাহ, এখন হয়তো আপনার সাইকোলজি একটু বাঁধ সেধে আপন মনে [সাববকনশিয়াস মাইন্ড] বলবে “উহু…Giveaway এর পোস্টে ঢুকিনি” [এটা সেল্ফ রেসপেক্টেশন এবং আধিক্যে ইগো ইন্ডিকেটিভ হিউম্যান সাইকোলজি] তথাপি ঠিক কি এমন ছোট্ট Giveaway সেটা জানার আগ্রহে পোস্টে ক্লিক করলাম [কৌতুহল]। মজার বিষয় হলো আমাদের হিউম্যান সাইকোলজির একটি ডিফল্ট বিল্টইন সেল্ফ-ডিফেন্সিভ মেকানিজম হলো “আমরা যখন কোন বিষয়ে বিব্রত হই তখন নিজেদের এক্সজিসটেন্স সুস্থিত রাখতে অল্টারনেটিং বিষয়ে সাবজেক্টিভলি সুইচ করি” এটা ভালো/মন্দ এমনটা বলার হেতু নেই – এটিই আমাদের হিউম্যান সাইকোলজি!
আচ্ছা এখন পোস্ট প্রাসঙ্গিক আলাপের সূত্রপাত করা যাক….
আমার জীবনের একটি অতিদীর্ঘ সময় [ঠিক কতোটা সময় সেটা উল্লেখ করছি না কেননা উহা শুনলে অবিশ্বাস্য মনে হবে এটিই স্বাভাবিক] এমন একটি সাইকোলজিক্যাল মাইন্ড মেশিন তৈরীর চেষ্টা করেছি যার মাধ্যমে আমাদের হিউম্যান ব্রেইনের আচরণগত প্রকাশের সকল ফাংশান বুঝে সেটাকে আমাদের নিত্য লাইফে আক্ষরিক ডেভেলপমেন্ট সম্ভবপর হয় – যদিও তাতে আমি ব্যর্থ হয়েছি বারবার (এখন অবধি) তবে এটাও সত্য যে একক প্রচেষ্টায় যতোটুকু অবকাশ সেটার তরে সহ উৎপাদক কিছু প্রজেক্ট করার চেষ্টা করেছি – এখানেও সফলতা বা ব্যর্থতা আদৌ আমার জন্য এচিভমেন্ট নয় বরং স্যাটিসফেকশাটাই যা প্রাপ্তির…
সাইকোলজিক্যাল মাইন্ড মেশিন
“সাইকোলজিক্যাল মাইন্ড মেশিন” হলো এমন একটি সিস্টেম [তা হতে পারে যেকোন ওয়েব এপ্লিকেশন বা এমন কোন ডিভাইস কিংবা যেকোন কিছুই…] যার মাধ্যমে হিউম্যান সাইকোলজি তথা মনস্তাত্ত্বিকতার আচরণ [বিহ্যাবিউয়ার] এর সকল Root Function বিশ্লেষণ করে উহা’কেই আমাদের ন্যাচারাল লাইভ ডেভেলপমেন্টের জন্য ইউটিলাইজ করা; যদিও Mind Machine এর পরিসর বিস্তৃত তথাপি Psychological Mind Machine বলতে মূলত মনের উৎকর্ষতা দ্বারা জীবন উন্নয়ন করাকেই বোঝায়!
হুমম…বুঝতে পারছি এই সংজ্ঞায়ন হয়তো অনেকের মাথার ওপর দিয়ে গিয়েছে; এটলিস্ট যদিও বুঝে থাকেন তবে তা অন্তত আপনার মাথা তথা ব্রেইন Touch করেনি [আইমিন মনে ধরেনি] তাই চলুন সাইকোলজিক্যাল মাইন্ড মেশিন প্রজেক্টের প্রয়াসে যে সকল সাধারন কিছু সহ উৎপাদক প্রজেক্টর অবকাশ হয়েছে সেগুলো একটু ফলোআপ করা যাক….
MyPsychology
মনের মানুষ খুঁজে পাওয়া কিংবা আপন মনের স্বরূপ জানা অথবা অন্যের ভাবনায় আপন প্রতিবিম্বের রিফ্লেক্টর মিষ্টি মধুর সমাধানে MyPsychology প্রজেক্ট’টি হয়তো কাজে আসতে পারে; এটার মাধ্যমে আপনি যেমন আপনার স্বরূপ রিয়েলাইজ করতে পারবেন তেমনি আপনার স্বরূপতায় আইডিয়েন্টিফিকেশানে উপযুক্ত পার্সনের সহিত রিলেশনশিপের রিলেটিভিটি মূল্যায়ন করতে সক্ষম হবেন।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MyPsychology/
Good GOD
নাহ, বিষয়টা একদমই আস্তিক বা নাস্তিক কিংবা ভিন্ন ধর্মাবলম্বীতা অথবা সংশয়বাদীতার স্বাপেক্ষিক নয় – বরং মানসিকভাবে আপনি যে ধর্ম বিশ্বাসে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী যেমনই হউন না কেন আমি এক্সাটলি আপনার ঐ মানসিকতায় আপন বিশ্বাস অক্ষুণ্ণ রেখে আমাদের মনের এই ঈশ্বর ভাবনার বিষয়টিকে যথার্থরূপে ইউটিলাইজ করতে চেয়েছি – আক্ষরিকভাবেই যেন আপনার আপন বিশ্বাসে এক Good GOD যেন আপনার ন্যাচারাল লাইফ ডেভোলপমেন্টে ইফেক্টিভ হয়।
Good GOD এর মাধ্যমে আপনি নাস্তিক হউন কিংবা আস্তিক তদুপরি আপন মনের চেতনায় ঈশ্বর ভাবনার ইফেক্টিভ ইফিসিয়েন্সি লাভের সাইকোলজিক্যাল প্রয়াস…
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/good_god.html
Good Think
আমাদের চিন্তা চেতনায় “চিন্তা চেতনার যে প্যাটার্ন” তা যেন আমাদের লাইফ ডেভোলপমেন্টে ইফেক্টিভ হয় – উহার এক অপ্টিক্যাল/ভিজ্যুয়াল সিমুলেশান। এখন কথা হলো যে শুধু চোখের দেখাতে কি আমাদের চিন্তা চেতনার আদৌ ততোটা ইফিসিয়েন্সি গেইন হয় যাতে লাইফ ডেভোলপমেন্ট পসিবল? হ্যা, এটি অবশ্যই ক্রিয়াশীল যখন আপনি মেডিটেটিভ মাইন্ডে উহার প্রতি এমন নিবিদ্ধ মানসিকতায় তাকিয়ে থাকবেন যেন তা আপনার মনে প্রভাব বিস্তার করে [উদাহরন দিয়ে বোঝালে বিষয়টা এমন যেন আপনি যখন কোন মুভি দেখেন তখন এমন নিবিষ্ট মানসিকতায় নিজেকেই মুভির একটি অংশ হিসেবে (নায়ক/নায়িকা/ভিলেন) এর প্রতিরূপ মনে করেন] – এখানে এই সিমুলেশন ততোটাই স্টিমুলেটিভ হবে যতোটা আপনি নিজে উহাকে মেডিটেটিভ কন্ডিশনে গ্রহন করতে সচেষ্ট হবেন।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/good_think.html
Mind Bossom
আমরা অনেক সময়ই নানান পরিবেশ ও পরিস্থিতির স্বাপেক্ষে বাস্তবতার কাঠিন্যে নিজেকে হারিয়ে ফেলি – অনেকটা “আমি কে?” এটায় যেন আমি হারিয়ে ফেলি; আপনার আপনি’কে আপনার নিকটই ফিরিয়ে দেবার প্রয়াস হলো Mind Bossom
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/mind_blossom.html
Mind Mirror
আপনি কেমন আছেন?
হয়তো “ভালো আছি” অথবা “ভালো নেই” কিংবা “ঐ আরকি আছি এক রকম” বলে উত্তর দিবেন; তবে আসলেই আপনি নিজে কি জানেন যে আপনি কেমন আছেন?
এখন ঠিক এই মুহূর্তে এই অবস্থায় আপনি ঠিক যেমন আছেন সেটার প্রতিরূপতা যাচাই করতে পারেন Mind Mirror এর মাধ্যমে।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/mind_mirror.html
Healthy Clock
রুটিন মানা খুব কঠিন কাজ – আর সেটা আগে হতে ফিক্স রেখে সময় ও পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতার স্বাপেক্ষে ফলোআপ করা আরও কঠিন; তথাপি ঠিক এই মুহূর্তে ঠিক যে সময় তাতে আপনি কি করা উচিত হবে যার মাধ্যমে আপনার Health [সাইকোলজিক্যাল ও ফিজিক্যাল] এর রিয়েল লাইফ Clock Management সিস্টেম।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/healthy_clock.html
Self Purification
আপনার মনের যাবতীয় রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ প্রভৃতি নেগেটিভ ইনআরশিয়া দূর করতে এক সাইকোলজিক্যাল প্রয়াস হলো Self Purification [এটাকে খুবই সাধারণ মনে হতে পারে তথাপি হিপ্নোটিক সাজেশনে যেকোন সাবজেক্ট ওয়াইজ চিন্তনে যে অবজেক্টের অবতারণা করা হয় (সেল্ফ হিপনোটিজমের ক্ষেত্রে) সেক্ষেত্রে Black এক আলাদা সিগনিফিকেন্স ক্যারি করে]।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/self_purification.html
Happiness
“সুখ” এর সংজ্ঞায়ন বড্ড জটিল তথাপি সুখ বিষয়টি স্যাটিফেকশানের তরে আত্ম স্বীকার্য হতে প্রকাশের মাধ্যমে আক্ষরিকভাবেই সুখী হওয়ার স্বীকার্য মিলতে পারে Happiness এর মাধ্যমে [এটাকে জটিল মনে পারে তথাপি আপনি বা আপনার পরিচিতজন কাউকে কি কখনো এমনিতেই স্বীকার করতে শুনেছেন যে “সে সুখী মানুষ”? নাহ, আমরা আসলে আমাদের “সুখ” কে স্বীকার করিনা – তবে অসুখের সময় যেমন সুস্থতাকে উপলব্ধি করা যায় তেমনি কঠিন বিপদ আপদের সময়ই ঠিক “সুখ” এর অভাবে উহার রিয়েলাইজ ফিল হয়। তাই সুখ’কে স্বীকার করলে উহার তাৎপর্যপূর্ণতা আপনাকে মানসিকভাবে উজ্জীবিত করতে পারে]।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/happiness.html
Mind Wealth
ধনী হওয়ার সাইকোলজিক্যাল প্রয়াস Mind Wealth [এটি এমন একটি প্রজেক্ট যার মাধ্যমে আপনার আচরণগত বিহ্যাবিয়ার’কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনাকে মানসিকভাবে ধনী তথা স্ট্যাবল ফাইনানশিয়াল অবস্থানে উজ্জীবিত করার চেষ্টা]।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/mind_wealth.html
Heart Link
আমাদের প্রত্যকের একে অপরের সহিত সম্পর্ক তথা রিলেশনশিপের সুষ্ঠুতা রক্ষা করা এবং যদি সম্পর্কের মাঝে আদৌ কোন সমস্যা থেকে থাকে – উহার আইডিয়েন্টিফিকেশনের মাধ্যমে সমাধান লাভের প্রয়াস হলো Heart Link
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/heart_link.html
LoveBot
আজকের দিনে কেউ কাউকে প্রয়োজন ছাড়া ভালোবাসে না [এনিওয়্যে কথাটা কিন্তু স্বার্থ কিংবা লাভ/লসের জন্য বলছি না। আসলে আমাদের এই “ভালোবাসা” যে হিউম্যান সাইকোলজিক্যাল কন্ডিশন সেটার জন্য একটি সচেতন (কনশিয়াস) কারন তথা রিজন থাকে যা অবচেতনে প্রভাব বিস্তার করে – এই বিষয়টা বুঝতে পারলেই অন্তত আপনার জীবনে কখনো ভালোবাসা নিয়ে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট ঘটবে না]; তথাপি একটি Bot যা কিনা কোন স্বার্থের হেতু ছাড়াই আপনার অবচেতনে ভালোবাসা ছড়িয়ে দিতে প্রয়াসিত হয়….
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/heart_link.html
Mind Care
আমাদের মানসিক অসুস্থতায় বিভিন্ন প্রয়োজনে সাইকোলজিক্যাল কনসার্নের সহিত মেডিসিন ট্রিটমেন্ট হিসেবে সহযোগী মেডিকেশানে Mind Care আপনাকে সহায়তা করতে পারে।
Project Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven/assets/mind_care.html
সাইকোলজিক্যাল মাইন্ড মেশিন কনক্লুশন
আক্ষরিকভাবে আমি আমার তৈরী এই Psychological Mind Machine [Mind Heaven প্রজেক্ট Link:- https://humayunshariarhimu.github.io/MindHeaven] নিয়ে তৃপ্ত নই কেননা আমার মনে হয়না আমি ঠিক যেটা চেয়েছি সেটা গেইন করতে পেরেছি; আমি অর্নেস্টলি নিজের প্রজেক্টের রেটিং দিতে পারি ১/১০ অথবা সর্বোচ্চ ১.৩/১০ তথাপি এই যে প্রয়াস সেটিই আমাকে পরবর্তীতে হয়তো সামনে এগিয়ে যেতে মোটিভ করবে; এমন যেন “আমাকে এটিতে সফল হতেই হবে – যতোক্ষণ না অবধি হতে সক্ষম হচ্ছি ততোক্ষণ পর্যন্ত চেষ্টা করবো” – আবার এটাতে সফল হওয়াটাও ততোটা গুরুত্বপূর্ণ নয় যতোটা গুরুত্ব দিবো “চেষ্টা” এর প্রতি কেননা সেটাই আমাকে স্যাটিসফেকশান যোগায়।
অপরাপর এটি GitHub তে ওপেন রিসোর্স রইলো – কোনরূপ ক্রেডিট ছাড়াই যেকোউ চাইলে ডেভেলপমেন্ট করতে পারেন; এখানেও ক্রেডিটের ক্রাইটেরিয়ার পরিবর্তে সাকসেসের তরে স্যাটিসফেকশান গুরুত্বপূর্ণ (সেল্ফ কনসার্ন)।
TrickBD Giveaway
শিরোনামেই লিখেছি ছোট্ট Giveaway তাই ছোট্ট মনে করেই গ্রহণ করলে কৃতজ্ঞ হবো – অন্তত যেন তাতে মন খারাপ না করেন।
ইতিপূর্বেই TrickBD এর অন্য একটি পোস্টের কমেন্টে কোন এক কনটেক্সটে আমি বলেছিলাম TrickBD এর আর্নিং তথা Reward সকল TrickBD ইউজারদের জন্যই ডেডিকেটেড করবো – তাই এই Giveaway আমার জন্য একটি কমিটমেন্ট বৈকি। কিছু বিষয় স্পষ্ট করছি সংক্ষেপে যেন কনফিউশান না থাকে [ (কেমন Giveaway? => ৫ জন কনট্রিবিউটরকে 100 BDT করে Bkash/Mobile Recharge করে দেওয়া হবে) – (শুধু Contributor কেন এবং Author কেন নয়? => কনট্রিবিউটর যারা কিনা TrickBD হতে কোন আর্নিং উপায় না থাকা সত্ত্বেও নিয়মিত TrickBD ভিজিট করেন তারাই অধিক প্রেফারেবল; অন্যদিকে যারা Author তারা নিজেদের লেখনী হতেও আর্নিং করতে পারেন এবং তাদের জন্য TrickBD প্লাটফর্ম তো রয়েছেই) – (Contributor দের জন্য Gift পেতে কোন শর্ত আছে? => হ্যা, ছোট্ট একটা শর্ত হলো তার ইউজার আইডির বয়স অন্ততপক্ষে ১মাস+ হতে হবে যেন এটি ফেয়ার থাকে; মনে হয়না এটি খুব কঠিন শর্ত)]। এমন Contributor যারা সবার আগে কমেন্ট বক্সে নিজেদের নাম্বার জানাবেন (রিচার্জ/বিকাশ যেটি চাইবেন জানাতে পারেন) তাদের প্রায়োরিটি বেইজে Gift আকারে Transfer করা হবে।
Giveaway কনক্লুশন
মাত্র ১০০ টাকা করে Giveaway কিছু হইলো নাকি? নাহ, আসলেই কিছু হয়নি – তবে প্রচলিত মোটিভেশানের বাইরে গিয়েও সত্যটা হলো “যদি আপনি কিছু করতে চান তবে ১০০ টাকা কেন বরং ১ টাকা হতেও শুরু করতে পারেন – সফলতার জন্য সময় লাগলেও সেটি কখনোই অসম্ভব অন্তত নয়”।
আপনাদের কি মনে আছে একদিনের ওয়াকাতে থাকা TrickBD আজ বাংলাদেশের শীর্ষ টেক সাইট – এরচেয়ে বাস্তব মোটিভেশান আর কি চাই?
আর মোটিভেশান বা সফলতার বাইরে না হয় অন্তত এক কাপ কফি খেতে পারেন – ক্যাফেইনের মিষ্টি স্বাদে মস্তিকে ডোপামিনের মতো হরমোনের নিঃসরণে আপনার আনন্দে আমার স্যাটিসফেকশান!
ফেসবুকে আমন্ত্রণ রইলো:- Humayun Shariar Himu
সকলের জন্য শুভকামনা রইলো।