আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:

টেলিগ্রাম বটের মাধ্যমে সালাতের সময়সূচী দেখা ও নিজের চ্যানেলেও শেয়ার করার সহজ উপায়

১, প্রথমে @MuslimsDay_bot টি Start করি

২, “🕋 সালাতের সময়সূচি 🕋” তে ক্লিক করলে, এরকম পোস্ট দেখতে পাবেন । এখানে আপনি Refresh করে আজকের সালাতের সময়সূচী জেলা ও বিভাগভিত্তিক দেখতে পারবেন

৩, আপনি এটি আপনার চ্যানেল এ পোস্ট করতে চাইলে “🚀 চ্যানেলে পোস্ট করুন 🚀” এ ক্লিক করুন

৪, তারপর “+ Add bot as Channel admin! 🤖” এ ক্লিক করুন এবং আপনার চ্যানেলটি সিলেক্ট করুন


৫, Manage Messages থেকে Post Messages এ ক্লিক করে, Muslims Day bot টিকে Post করার পারমিশন দিন। এবং Add bot as Admin বাটনে ক্লিক করুন

৬, Confirm করে নিন

৭, এখন Done এ ক্লিক করুন। এরকম আসবে…

৮, এরপর, আপনার চ্যানেলের একটি পোস্ট Muslims Day বটে ফরওয়ার্ড করুন

৯, ফরওয়ার্ড হয়ে গেলে এরকম মেসেজ পাবেন

১০, এখন Send Post এ ক্লিক করলেই সালাতের সময়সূচীটি আপনার চ্যানেলে পোস্ট হয়ে যাবে

১১, Done! এখন নতুন মেসেজটি আপডেট করে নিন

১২, এরপর আপনার বিভাগ / জেলা সিলেক্ট করে টাইম আপডেট করে নিতে পারেন

১৩, এভাবেই সালাতের সময়সূচীটি আপনি আপনার চ্যানেলে শেয়ার করতে পারবেন

১৪, বটটি কেমন হয়েছে, রেটিং দিয়ে জানিয়ে দিবেন

ধন্যবাদ সবাইকে ❤️

1️⃣ আসছে মাহে রামাদান! এই পবিত্র মাস হোক রহমত, মাগফিরাত ও নাজাতের বারতা। আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন! 🤲

রামাদান বিষয়ক প্রয়োজনীয় মাসআলা জানতে ক্লিক করুন

2️⃣ সারা বছরের সালাত ও সাহরি-ইফতারের সময় দেখা এবং বিশুদ্ধ ইসলামী জ্ঞানের জন্য ডাউনলোড করতে পারেন Muslims Day অ্যাপ!

Download link: Play Store | App Store

জাজাকাল্লাহ খাইরান ♥

Post Creator:     Our Telegram Channel:

Shares:
Leave a Reply