আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করবো যেটায় আপনারা অলমোস্ট ইউটিউবের সব ফিচার পেয়ে যাবেন এর সাথে ভিডিও কোনো এড ছাড়াই দেখতে পারবেন। আবার যেকোনো ভিডিও ওই এপ এর মাধ্যমেই কোনো প্রকার ঝামেলা ছাড়া ভিডিও বা অডিও আকারে ডাউনলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই এপ সম্পর্কে এবার জেনে নেই।

 

ইউটিউবের বিকল্প এপ

তো যেটা উপরে বললাম, এই এপ থেকে ইউটিউবের অলমোস্ট সব ফিচার পাবেন। এছাড়াও কিছু এক্সট্রা ফিচারও থাকবে। আবার যে ভিডিও বা অডিও ডাউনলোড করবেন সেটা আবার সেভ হবে আপনার ইন্টারন্যাল স্টোরেজে। কিংবা আপনি চাইলে সেটার লোকেশন চেঞ্জ করে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করলে সেখানেও সেভ করতে পারবেন। তো চলুন এবার এপ এর সম্পর্কে জেনে নেই।

App Name: NewPipe
App Size: 17 MB
Download Link: NewPipe Apk Download

 

এখান থেকে এপ ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এরপর ওপেন করার পর কিছু আসলে সেগুলো স্কিপ করে দিবেন। মূলত সেগুলো এড হবে সেগুলো আসলে এপ কিভাবে কাজ করে সেটার ম্যানুয়াল থাকবে আরকি। তো দরকার পড়লে দেখবেন না হলে স্কিপ করে নিবেন।

NewPipe App সেটিংস

এই এপটি ওপেন করার পর নিচের স্ক্রিনশট এর মতো এমন ইন্টারফেজ আসবে। এখন হয়তো আপনারা বলবেন ভাই আপনি বললেন এটা ইউটিউবের মতো আর এখন দেখি সেই ভিডম্যাট, স্ন্যাপটিউব এর মতো এগুলা লিস্ট আকারে আসতেছে।

সমস্যা নাই, এখন আমরা সেই সেটিংসটাই করবো যাতে এখানে এটা ইউটিউবের মতো শো করে। তো এর জন্য উপরের দিকের মেনু আইকনে ক্লিক করে দিন।

এরপর নিচের স্ক্রিনশট এর মতো আসলে সেখান থেকে স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিন।

এরপর আবারো নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিন।

এবার এখান থেকে List View থেকে Card View করে দিন। এবং নিচের দিকের Main Tab position এটা অন করে দিন।

ব্যাস কাজ শেষ এবার ব্যাক করে এপ এর মূল ইন্টারফেজে চলে আসুন, এরপর দেখুন এটা অনেকটা ইউটিউবের মতো হয়ে গেছে। এবার আমরা দেখবো কিভাবে ভিডিও ডাউনলোড করা যায়।

 

Newpipe থেকে ভিডিও বা অডিও ডাউনলোড

এই এপ থেকে ভিডিও বা অডিও ডাউনলোড করা অনেক সহজ। এরজন্য আপনারা যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও টি সার্চ করে ওপেন করুন। ওপেন করার পর নিচের স্ক্রিনশট এর মতো আসবে। সেখান থেকে আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন।

ডাউনলোড আইকনে ক্লিক করলে নিচের মতো একটা পপ আপ আসবে।

সেখান থেকে আপনারা দেখতে পাবেন Video আর Audio নামের দুইটা অপশন আছে। তো আপনারা যদি ভিডিও আকারে ডাউনলোড করতে চান তো ভিডিও সিলেক্ট করবেন আবার অডিও আকারে করতে চাইলে অডিও সিলেক্ট করবেন। এরপর পাশে দেখবেন অডিও বা ভিডিও এর কোয়ালিটি সিলেক্ট করার ও ড্রপডাউন মেনু আছে। সেখান থেকে ভিডিও বা অডিও এর কোয়ালিটিও বাড়াতে কমাতে পারবেন। এরপর OK তে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

উল্লেখ্য যে, প্রথমবার ডাউনলোড করার সময় ওকে তে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের স্টোরেজ এ নিয়ে যাবে। সেখান থেকে আপনারা ভিডিও কোথায় সেভ করতে চান মানে ফোনের কোন ফোল্ডারে সেটা সিলেক্ট করে দিবেন। পরে আর চাইবে না এটা। আর এছাড়াও আপনারা পরে এটার লোকেশন আবার চেঞ্জ করার জন্য সেটিংস থেকে তা করতে পারবেন।

 

NewPipe এপ এর কিছু ফিচার

এই এপ এ অনেক ফিচার আছে যেগুলো ইউটিউবের মতো আবার কিছু ফিচার ইউটিউবের থেকে এক্সট্রা আছে। তো আপনাদের আগের কয়েকটা জিনিস বুঝিয়ে দেই। এপ ওপেন করার পর প্রথম যে ইন্টারফেজ আসে, সেখানে নিচের দিকে কয়েকটা অপশন থাকে, সেগুলোর কাজ বুঝিয়ে দেই। নিচের স্ক্রিনশট থেকে তা দেখে নিন।

 

এবার ভিডিও ওপেন করার পর নিচের মতো আসে। তো সেখানে ১ম আইকনটা হলো কমেন্ট এর। ২য় আইকন হলো রিলেটেড ভিডিও এর। অর্থাৎ যে ভিডিও দেখছেন সেটার সাথে রিলেটেড ভিডিও গুলো শো হবে ইউটিউবের মতো আরকি। আর ৩য় টা হলো ডেস্ক্রিপশন বক্স। ইউটিউবে যেমন টাইটেলে ক্লিক করলে ডেস্ক্রিপশন বক্স ওপেন হয় এখানে এই ৩ নাম্বার আইকনে ক্লিক করলে ডেস্ক্রিপশন বক্স ওপেন হবে।

 

এই এপ এর আরো একটি ফিচার আছে সেটা হলো, আপনারা চাইলে ভিডিও যখন ফুল স্ক্রিনে দেখবেন তখন ডান-বাম সাইডে উপর নিচ স্ক্রল করে ব্রাইটনেস ও সাউন্ড বাড়াতে কমাতে পারবেন অনেকটা Playit ভিডিও প্লেয়ারের মতো।

 

আবার এই এপ ওপেন করলে দেখা যাচ্ছে যে এমন কিছু ভিডিও আসতেছে যা আমরা সচরাচর দেখি না। তো সেখানে আমরা যদি বাংলাদেশের ট্রেন্ডিং ভিডিও আনতে চাই তার জন্য আমাদের প্রথমে সেটিংস এ যেতে হবে, এরপর কনটেন্ট এ যেতে হবে। তারপর Default Content Country অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তাহলে মেইন পেজে বাংলাদেশের ভিডিও গুলো শো করবে। আর আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিও কোথায় শো করবে তা তো উপরে বলে দিলাম।

এসব ছাড়াও আরো অনেক সেটিংস আর ফিচার আছে এই এপে। যা আপনারা ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আমি সব গুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে এই পোস্ট। তাই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখিয়ে দিলাম। (চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ঐ চ্যানেলে যেতে হবে)

 

শেষ কথা

আপনারা যারা ইউটিউবের ভিডিও কোনো প্রকার এড ছাড়া দেখতে চান তারা এই এপ ইউজ করতে পারেন। একদম ইউটিউবের মতো সব ফিচার পাবেন এবং কোনো এড ও আসবে না। আবার সেগুলো ডাউনলোড ও করতে পারবেন। এছাড়াও কয়েকদিন আগের একটা আপডেট এসেছিলো ইউটিউব এর সেখানে বলা হয়েছে Andriod 8 এর নিচের ফোনে ইউটিউব চলবে না। তো আপনাদের মধ্য কারো বাসায় হয়তো অনেকের পুরানো এন্ড্রয়েড ফোন থাকতে পারে যেগুলোতে ইউটিউব বন্ধ হয়ে গেছে। তো সেই ফোন গুলোতে এটা ইউটিউবের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।

তো আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Shares:
Leave a Reply