আসসালামু আলাইকুম
আশা করি অনেকেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা বিষয় নিয়ে আর্টিকেল লিখতে বসেছি যেটা হয়তো এখন সবার কাছে পুরানো বিষয়। কেননা ফেসবুকের নাম ৬০ দিনের আগে চেঞ্জ করা নিয়ে হিউজ পরিমাণ আর্টিকেল এখন জমা হয়ে আছে ইন্টারনেট এ, এমনকি ট্রিকবিডিতেও আছে। কিন্তু কথা হলো, তাহলে আমি কেন আবার এটা নিয়ে আর্টিকেল লিখছি।
আপনারা জানেন ফেসবুকে একবার নাম পরিবর্তন করলে ৬০ দিনের ভেতর আর চেঞ্জ করা যায় না। অনেকের হয়তো ভুল করে নাম চেঞ্জ করার সময় স্পেলিং মিস্টেক হয়, কিংবা কারো প্রয়োজন পরে অন্য নাম দেওয়ার। সেক্ষেত্রে কিন্তু আগে আমাদের সমস্যায় পড়তে হতো। তো সেই সময়ের আমার কিছু বড় ভাই আর্টিকেল এর মাধ্যমে আমাদের দেখাইছিলো কিভাবে ৬০ দিনের আগে নাম পরিবর্তন করতে হয়।
তখন তারা অনেক ট্রিক ইউজ করতো। যার মধ্য একটা ছিলো ফেসবুকে নতুন যে নাম দিতে চাচ্ছি সেটাকে নিকনেম দিয়ে সেটার স্ক্রিনশট নিয়ে নেম চেঞ্জ করার যায়গা আইডি দেওয়ার বক্সে স্ক্রিনশটটা দেওয়া। এভেন এটা কাজও করতো। আবার অনেকেই ফেক আইডি কার্ড বানিয়েও এটা কতো। আবার তখন আমাদের ফ্রম পুরণের সময় কেন নাম পরিবর্তন করতে চাই, কারণ কি ইত্যাদি দিতে হতো। আবার নেম চেঞ্জ রিকুয়েস্ট দেওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষাও করতে হতো।
কিন্তু আমি যদি আপনি চাইলে একদম অফিসিয়াল ভাবে কোনো রকমের ডকুমেন্ট ছাড়াই নাম চেঞ্জ করতে পারবেন। আবার নাম চেঞ্জ হতে ৫ মিনিট সময় ও লাগবে না। তাহলে কি অবাক হবেন? অবাক হওয়ারই কথা। তবে বর্তমানে ফেসবুক আমাদের এই অপশন টা করে দিয়েছে। এটা হয়তো অনেকেই জানেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনো অনেক মানুষই এটা সম্পর্কে জানেনই না। আর ট্রিকবিডির কাজ হলো অজানাকে জানানো। তার জন্যই আজকে আমার এই পোস্ট লেখা। যদিও এই টপিক পুরানো তবে এটার মেথড টা আলাদা। কেননা বর্তমানে ফেসবুক মেটার সাথে কানেক্ট হওয়ার পর অনেক পরিবর্তন এনেছে।
তো অনেক কথা হলো। এবার মূল কাজে আসি, যে কিভাবে ৬০ দিনের আগে নাম চেঞ্জ করবেন তাও কোনো ডকুমেন্ট ছাড়া। তো চলুন এবার সেটা নিয়েই কাজ শুরু করা যাক।
শর্তাবলী
এখন একটা বিষয় মাথায় রাখবেন। আপনি যদি একবার এই ট্রিক ইউজ করেন তাহলে কিন্তু আর ৬০ দিনের আগে নাম চেঞ্জ করতে পারবেন না। আগে এমনটা আনলিমিটেড বার করা গেলেও এখন এটা মাত্র একবারই করা যাবে ৬০ দিন এর মধ্য। (২য় বার করতে গেলে ইরোর আসবে। ১ম বারের ইরোরে সমস্যা নাই, তবে এটায় আছে)
এখন বলতে পারেন, ভাই তাইলে তো একই কথা হইলো যে, ৬০ দিন এর আগে নাম চেঞ্জ করতে পারবো না। না ভাই একই কথা না। ধরেন আপনি আজকে নরমাল ভাবে নাম চেঞ্জ করছেন। কিন্তু সেখানে ভুল হইছে, তাহলে এই ট্রিকটা ইউজ করে পরক্ষণেই নাম চেঞ্জ করতে পারবেন।
তবে এই উপায়ে একবার নাম চেঞ্জ করলে পরে থেকে আপনি আর নরমাল ভাবে নাম চেঞ্জ করতে পারবেন না। তখন আপনাকে এই উপায়ই সব সময় ইউজ করতে হবে। আর এই উপায় একবার ইউজ করলে ৬০ দিন আর নাম চেঞ্জ করতে পারবেন না। কেনটা এটা এখন একটা কড়া নিয়ম করে দিয়েছে ফেসবুক।
বিশেষ করে যারা আগে ৬০ দিনেত আগে ফ্রম পুরণ করে নাম চেঞ্জ করেছিলেন, এখন কিন্তু তারা আর নরমাল ভাবে নেম চেঞ্জ করতে পারেন না, কারণ তাদের জন্য সেটা অফ করে দেওয়া হইছে। তারা এই উপায়ে নাম চেঞ্জ করতে পারবেন।
ডকুমেন্ট ছাড়া ৬০ দিনের আগে ফেসবুকের নাম পরিবর্তন
ডকুমেন্ট ছাড়া ৬০ দিনের আগে ফেসবুকের নাম পরিবর্তন এখন অনেকটা ইজি করে দিয়ে ফেসবুক কতৃপক্ষ। তো সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে এখন আমরা বিস্তারিত জানবো।
আপনারা জানেন নাম চেঞ্জ করতে হলে প্রথমে নাম চেঞ্জ করার সেটিংস পেজে যেতে হবে। ঐটা আশা করি আপনারা পারেন তাই আর আমি ঐটা বলে পোস্ট বড় করবো না। তো সেখানে যাওয়ার পর যদি দেখা যায় আপনি নাম চেঞ্জ করবেন, আর ৬০ দিনের আগে করতে দিচ্ছে না, তাহলে আমরা Learn more এ ক্লিক দিয়ে সেখান থেকে ফ্রম ফিল আপ করতাম। তাই না?
তবে এখানে একটা টুইস্ট আছে। ফেসবুকের কিছু আইডিতে এই Learn more অপশন শো করে না। যেমনটা আপনারা দেখুন নিচের দুইটা স্ক্রিনশট এ। নিচে দুইটা আইডি এর পিক দেওয়া আছে।
এখানে একটায় Learn more আসে আরেকটায় আসে না। এখন কথা হলো যাদের আসে না তারা কি পারবে না ডকুমেন্ট ছাড়া ৬০ দিনের আগে ফেসবুকের নাম পরিবর্তন করতে? অবশ্যই পারবে। আমি দেখাবো কিভাবে করবেন আপনারা সেটা।
তো যাদের Learn more অপশন শো করে তারা সেখান থেকে চাইলে ফ্রম পূরণ পেজ এ যেতে পারেন। আর যাদের শো করে না তাদের জন্য আমি নিচে দেখাচ্ছি কিভাবে ফ্রম পূরণ পেজ এ যাবেন। নিচে আমি যেটা দেখাবো সেটা চাইলে যাদের Learn more অপশন শো করে তারাও এটা ফলো করতে পারেন। কেননা এটা সবার জন্য কাজ করবেন।
ডকুমেন্ট ছাড়া ৬০ দিনের আগে ফেসবুকের নাম পরিবর্তন করার উপায়
প্রথমেই আমি আপনাদের আমার একটা আইডির প্রোফাইল দেখাচ্ছি। দেখুন সেখানে নাম দেওয়া Shihab Hasan I.
তো আমি এটা পরিবর্তন করবো। এর জন্য সেটিংস অপশনে এসে Help & Support অপশনে ক্লিক দিবেন।
এরপর Help Center এ একটা ক্লিক করে দিবেন।
এরপর একটা পেজ ওপেন হবে, সেখানে সার্চ বক্সে name change without 60 days এটা লিখে সার্ভ দিবেন।
সার্চ দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে নিচের স্ক্রিনশট এ দেখানো টাইটেল এ ক্লিক করে দিবেন।
এবার আরেকটা পেজ ওপেন হবে, সেখান থেকে একটু নিচে স্ক্রল করলে নিচের মতো পাবেন, সেখান থেকে Let us know অপশনে ক্লিক করে দিবেন।
এবার আমাদের সেই চিরচেনা ফ্রম পূরণ পেজ ওপেন হবে। তো সেখানে আপনাদের ইচ্ছামত নাম দিয়ে দিন।
এরপর নিচের দিকে এসে দেখুন একটা বক্স আছে ডকুমেন্ট দেওয়ার। সেখানে কিছু করা লাগবে না। (কারণ নাম লেখা বক্সের নিচের প্যারা টা পড়ুন সেখানে বলাই আছে এটা অপশনাল) লাস্ট বক্স এ ইমেইল চাইবে। একটা ইমেইল দিয়ে দিবেন যেটা আপনার কাছে এক্সেস আছে। এরপর সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। (ইরোর আসলেও সমস্যা নেই)
ব্যাস কাজ শেষ। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। ১-২ মিনিট। দেখুন আইডি এর নাম চেঞ্জ হয়ে গেছে।
দেখুন ফেসবুক থেকে নোটিফিকেশন ও এসেছে যে তারা আমার রিকুয়েস্ট এক্সেপ্ট করেছে। উপরের দিকের টাইম লক্ষ করুন, ১২:১৬ তে রিকুয়েস্ট দিছি আর ১২:১৭ তেই নেম চেঞ্জ। মানে ১ মিনিট ও লাগে নি।
তো এভাবেই চাইলে আপনারাও কোনো ডকুমেন্ট ছাড়া ৬০ দিনের আগে ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন। আগে কত ঝামেলা ছিলো ডকুমেন্ট লাগতো, কেন নাম চেঞ্জ করছি। আবার ফেসবুক এর পাসওয়ার্ড দেওয়া লাগতো। এখন তার কিছুই করা লাগে না। কত সহজ তাই না!
শেষ কথা
আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আপনারা জানেন এই টপিকে অনেক পোস্ট করা আছে, তবে এই ভাবে ডকুমেন্ট ছাড়া নাম চেঞ্জ করাটা হয়তো কেউ দেখায় নি, তাই আপনাদের জন্য এই আর্টিকেল লেখা। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। আল্লাহ হাফেজ।