ধাপ ১: GitHub CodeSpace তৈরি করুন

১. প্রথমে GitHub CodeSpace এ লগইন করুন।
২. নতুন একটি CodeSpace তৈরি করুন যেকোনো একটি Repository এর উপর ভিত্তি করে।

  • নতুন একাউন্ট বা Repository না থাকলে নিজে তৈরি করে নিন।

ধাপ ২: লিনাক্স সার্ভার আপডেট করুন

টার্মিনালে নিচের কমান্ডটি রান করুন:

sudo apt update && sudo apt upgrade -y

ধাপ ৩: KDE Desktop ইনস্টল করুন

যেকোনো একটি কমান্ড শুধুমাত্র রান করুন:

অপশন ১: Full KDE Plasma Experience

sudo apt install kde-full

অপশন ২: Kubuntu Standard Desktop

sudo apt install kubuntu-desktop

অপশন ৩: Minimal Plasma Desktop (হালকা ভার্সন)

sudo apt install kde-plasma-desktop

ইনস্টলেশন চলাকালে নিচের মতো কিছু অপশন আসতে পারে। সঠিক সিলেকশন করতে নিচের স্ক্রিনশট মিল করুন:


ধাপ ৪: Chrome Remote Desktop কনফিগার করুন

স্টেপ ৪.১: রিপোজিটোরি কনফিগার

টার্মিনালে নিচের কমান্ডগুলো রান করুন:

curl -L https://dl.google.com/linux/linux_signing_key.pub | sudo gpg --dearmor -o /etc/apt/trusted.gpg.d/chrome-remote-desktop.gpg
echo "deb [arch=amd64] http://dl.google.com/linux/chrome-remote-desktop/deb stable main" | sudo tee /etc/apt/sources.list.d/chrome-remote-desktop.list

স্টেপ ৪.২: Chrome Remote Desktop ইনস্টল

sudo DEBIAN_FRONTEND=noninteractive apt install chrome-remote-desktop -y

স্টেপ ৪.৩: KDE Desktop সেট করুন

sudo bash -c 'echo "exec /etc/X11/Xsession /usr/bin/startplasma-x11" > /etc/chrome-remote-desktop-session'

ধাপ ৫: Remote Desktop এক্সেস সক্ষম করুন

১. Chrome Remote Desktop এ লগইন করুন।
২. Remote Support সেকশনে গিয়ে Enable Remote Connections বাটনে ক্লিক করুন।

৩. Begin > Next > Authorize ক্লিক করুন।
৪. Debian Linux এর জন্য প্রদত্ত কোডটি কপি করে CodeSpace টার্মিনালে পেস্ট করুন।

৫. Success! মেসেজ আসলে এই লিংক থেকে সার্ভার এক্সেস করুন।

সাধারণ সমস্যা ও সমাধান

সমস্যা ১: অটোমেটিক লক স্ক্রিন

সমস্যা ২: Chromium ব্রাউজার ইস্যু

wget -O firefox-esr.tar.bz2 "https://download.mozilla.org/?product=firefox-esr-latest&os=linux64&lang=en-US"
sudo tar -xjvf firefox-esr.tar.bz2 -C /opt/
sudo ln -s /opt/firefox/firefox /usr/local/bin/firefox-esr
sudo nano /usr/share/applications/firefox-esr.desktop

নিচের কন্টেন্ট পেস্ট করুন:

[Desktop Entry]
Name=Firefox ESR
Exec=/opt/firefox/firefox
Icon=/opt/firefox/browser/chrome/icons/default/default128.png
Terminal=false
Type=Application
Categories=Network;WebBrowser;

Save: Ctrl+O > Enter > Ctrl+X

সমস্যা ৩: সার্ভার অফলাইন

sudo service chrome-remote-desktop restart

টিপ: CodeSpace বন্ধ হয়ে গেলে Restart Codespace বাটনে ক্লিক করে পুনরায় এক্সেস নিন।

এই পোষ্ট টি আমি Obsidian দিয়ে লিখেছিলাম যখন আমি  নিজে রিসার্চ করি। গুছিয়ে লিখতে পারিনি নিজের মত লিখে নিয়েছি। তাছাড়া বিভিন্ন ব্যাসিক জিনিষ স্টেপ বাই স্টেপ ধরে ধরে না বলে শুধুমাত্র স্ক্রিনশট আর স্টেপ গুলা বলে দিয়েছি। আমার জানামতে ট্রিকবিডির সকল ব্যবহারকারিরা এমনিতেই Smart এছাড়া আরোও যদি কেও নতুন ব্যবহারকারী হয়ে থাকেন বা আমার লেখার পদ্ধতি বুঝতে অসুবিধা হয়। নির্দিধায় কমেন্ট করবেন। সবচেয়ে খুশি হবো ভুল ধরিয়ে যদি শিখিয়ে দিন কিভাবে বুঝিয়ে লিখতে হবে। চাইলে আপনার প্রিয় Author দের ফলো করার জন্য তাদের নাম শেয়ার করতে পারেন

ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি ফলো করার জন্য! এছাড়া কোনো প্রশ্ন বা কোড করতে গিয়ে অসুবিধায় পরে থাকলে কমেন্টে জানান।
ভালো থাকবেন। আসসালামু-আলাইকুম ❤️

Shares:
Leave a Reply