দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারকারীরা প্রায়ই সময় Windows বা অন্যান্য অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকেন।
এবং এই ইন্সটল করার মেথড হিসেবে তারা একটি USB পেনড্রাইভ কে বুটেবল করে নেন বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে।
পেনড্রাইভ কে বুটেবল করার সফটওয়্যার এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য Rufus, Ventoy, Eitcher, YUMI ইত্যাদি।

তবে Rufus এবং Ventoy এর ব্যবহারই সবচেয়ে বেশি হয় বলে আমার মনে হয়। এই দুটির মধ্যে আবার Ventoy অনেক বেশি জনপ্রিয় এর মাল্টিবুট ফিচার এর কারণে।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই Ventoy এর ডিফল্ট থিম পরিবর্তন করে নিজের পছন্দমত বা নিজের কাস্টমাইজড থিম সেট করবেন।

 

Ventoy কি?

Ventoy হলো একটি USB বুটেবল করার সফটওয়্যার, যাতে আপনি একাধিক Iso বা অপারেটিং সিস্টেম রাখতে পারবেন এবং পেনড্রাইভটিও সাধারণ ভাবে রাখতে পারেন।
বার বার ফরম্যাট দিতে হয় না Rufus এর মত।

সাধারণ পেনড্রাইভের মত অন্যান্য ফোল্ডারে প্রয়োজনীয় ফাইল রাখাতেও কোনো সমস্যা পোহাতে হয়না। একটি পেনড্রাইভেই উইন্ডোজ, লিন্যাক্স, এনড্রয়েড এর নানা ধরনের অপারেটিং সিস্টেম এর ISO ফাইল রাখবেন এবং যখন ইচ্ছা যেকোনো একটা ইন্সটল দিবেন।

সাধারণত Bootmenu থেকে Ventoy USB সিলেক্ট করলে নিচের মত ইন্টারফেস সামনে আসে, যেটা দেখতে অনেকটাই সাদামাটা।


আপনি যদি এই ইন্টারফেস কে আরো সুন্দর এবং আকর্ষণীয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে Ventoy Pluggin ইন্সটল করতে হবে। যেহেতু Ventoy Grub2 এর উপর বেইজড করে বানানো, তাই Grub2 এর সব Theme, Ventoy এ ব্যবহার করা যাবে।

যারা Ventoy এর বিভিন্ন Pluggin সম্পর্কে জানতে চান, তারা এই লিংক থেকে দেখে আসতে পারেন।

 

Ventoy theme পরিবর্তন করার পদ্ধতি

১. প্রথমে Ventoy এর আপডেট ভার্সন আপনার USB তে ইন্সটল করে নিবেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এটা করতে জানেন নাহয় এই পোস্টে ঢু মারতেন না।

২. এরপর আপনাকে Ventoy এর Theme Plugin ইন্সটল করতে হবে, যেটা আপনি Ventoy এর Extracted ফোল্ডারে পাবেন। স্ক্রিনশট লক্ষ করুন।

যদি বেশি কঠিন মনে হয়, তাহলে আপনার USB তে আমার স্ক্রিনশট এর মত ফোল্ডার বানান, তারপর আমার দেওয়া Ventoy.json ফাইলটি ডাউনলোড করে Ventoy ফোল্ডারে পেস্ট করে দিন। এক্ষেত্রে আপনাকে Plugin এর কিছু করা লাগবেনা।

 

 

Download Ventoy.json File From Here

 


৩. এবার Grub2 থিম থেকে আপনার পছন্দ মত যেকোনো থিম ডাউনলোড করে Extract করে নিন। Grub Theme Website

 

৪. থিম এর নাম পরিবর্তন করুন “amht”, কেননা আমার json ফাইলে ওভাবেই কোড গুলো লেখা আছে, ফোল্ডার নাম চেঞ্জ না করলে theme ডিটেক্ট করবেনা।

৫. এবার আপনার থিম ঠিকঠাক সেট হয়েছে কিনা তা টেস্ট করতে MobaLiveCD সফটওয়্যার থেকে আপনার USB টি রান করুন।


ব্যস এভাবেই আপনি আপনার পছন্দমত থিম সেট করতে পারবেন, এছাড়াও আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ টি নিজের মত বানিয়েও সেট করতে পারবেন। সে ব্যাপারে জানতে চাইলে আমি অন্য একটি ব্লগ শেয়ার করবো বিস্তারিত। ধন্যবাদ

কেউ কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।

 

সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে

এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান

If you have any question, ,
knock me

📒 Facebook

Shares:
Leave a Reply