WELLCOME BACK
H
ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..
তো এই পোস্ট Developer এবং Beginner সবার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেনোনা এই পোস্টে শেয়ার করবো এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি নিমিষেই যেকোনো ওয়েবসাইট/অ্যাপ এবং Ui Element গুলোর ক্লোন করতে পারবেন। আর ক্লোন গুলো একদম হুবুহু হয়ে থাকে।
ক্লোন করলে একদম হবুহু হবে যা পরে বুঝতে পারবেন। ক্লোন আপনি যেকোনো কোডিঃ ভাষাতে করতে পারবেন। এবং কোডগুলো কপি এবং ডাউনলোড এক ক্লিক ই করতে পারবেন।
আপনি যদি Developer হয়ে থাকেন তাহলে অনেক ক্লাইড আপনাকে নানা ধরনের ডিজাইন এর কাজ দেয় যা করতে হলে অনেক অনেক কোডিং লিখতে হয়। তবে এখন কোডিং লিখতে হয় না কেনোনা Ai চলে এসেছে যার মাধ্যমে সহজেই ডিজাইন তৈরি হয়ে যাবে।
এটি মূলত Ai ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি জন্য তবে এটিতে আপনি ক্লোন ও করতে পারবেন। তবে প্রতিটি অ্যাকাউন্ট এ একটি লিমিট থাকে৷ মাসে ১০০ ক্রেডিট দেয়। তাই আপনি নতুন নতুন অ্যাকাউন্ট এর জন্য Tempmail ব্যবহার করবেন যাতে ক্রেডিট নিয়ে সমস্যা না হয়।
জরুরি কথাঃ
অ্যাকাউন্ট তৈরির জন্য গুগল এর Tempmail ব্যবহার করতে হবে, যাতে Sign in with google দিয়েই লগইন করা যায়। অন্য Tempmail দিলে হবে না তাই।
কিভাবে গুগল এর Tempmail তৈরি করবেন তা এই পোস্ট ভালো করে বুঝিয়ে দেওয়া আছেঃ
[Hot] এখন থেকে আনলিমিটেড Temporary গুগল Email তৈরি করুন
আর ইমেইলটি নিয়ে গুগল এ লগইন করে নিবেন।
তো চলুন দেখানো যাক একটি ডেমো।
কিভাবে ক্লোন করবেন এবং কোড ডাউনলোড করবেন?
এখন এখানে ক্লিক করুন।
জেনারেট করা গুগল ইমেইল টি আগে লগইন করে নিবেন তারপর এটি সিলেক্ট করুন।
এখন নতুন একটি Project তৈরি করুন। প্রথমে নাম দিন তারপর আপনি যেটির ক্লোন/তৈরি করবেন সেটি কোন কোডিং ভাষাতে সেটি সিলেক্ট করুন।
এখানে থেকে আপনি, ক্লোন করতে পারবেব। ছবি দিও পারবেন এবং যেকোনো ওয়েবসাইট এর লিংক দিয়েও করতে পারেন যেমন ইচ্ছে।
উদাহরণঃ
তো আমি Instagram ক্লোন করবো।
এখন এটিতে কি কি তৈরি করবে তার লিস্ট দিবে Generate এ ক্লিক করুন।
এখন এখানে একদিকে জেনারেট হবে আরেক দিকে লাইভ ডেমো দেখাবে।
জেনারেট হয়ে গেছে দেখুন একদম রিয়াল Instagram ক্লোন করছে।
সব থেকে মজার বিষয় আরো সিস্টেম যুক্ত করতে চাইলে, যেটির পেজ অথবা সিস্টেম যুক্ত করবেন সেটি লিখেও বলতে পারেন বা এটিতে ক্লিক করে এই Ganarate এ ক্লিক করলেও অএো তৈরি করে দিবে।
কোড কোই পাবেন?
যে ভাষা সিলেক্ট করছেন প্রথমে সেটি তেই কোড দিবে আপনাকে।
এখান থেকে কপি এবং ডাউনলোড করতে পারবেন।
ক্রেডিট শেষ হলে আবার গুগল এর নতুন ইমেইল জেনাটেট করে লগইন করবেন।
THE END
S
o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.