কিরে ভাই । তুমি এখানে কেন। ? 😂

হা হা।😁। লজ্জার কিছু নাই । Personal preference থাকতেই পারে ।

তো তোমারও যাওয়ার ইচ্ছা রাশিয়া তে ? Scholarship লাগবে?

স্কলারশিপ এর নাম Skoltech Scholarship Russia

ielts নাই ? সমস্যা নাই।

language : ইংলিশ

deadline: 7 july

Russia তে একবার যদি যাইতে পারো। মাস এ পার্ট টাইম জব এর স্যালারি ৩০ হাজার থেকে ১.৫ লাখ +

সাথে স্কলারশিপ এর stipend তো আছেই।  (40,000 RUB for Master’s, 75,000 RUB for PhD)

scholovo.tech

এই স্কলারশিপ এর নাম scholtech স্কলারশিপ ।
শুধুমাত্র masters আর phd programme এর জন্যেই দেওয়া।

 

 

এখন আসি কিভাবে রাশিয়ান বিয়ে করবেন ।😂

যারা lust এর জন্য যাইতে চান আপনাদের জন্য না।  I am not responsible in the day of judgement for your life descision .

বিয়ে একটা লাইফ এর বড় descision  . আর সবকিছুর জন্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে।

প্রথমে যাবেন । একটা ভালো সেটেলমেন্ট করে নিবেন । আয় করবেন । রাশিয়া তে মুসলিম কমিউনিটি এর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবেন । এরপর যদি বিয়ে করা সম্ভব হয় ওদের আইন নিয়ন মেনে ।  তবে হালাল চিন্তা নিয়ে সত্যিকারের ভালোবাসার জন্য সারাজীবন এর জন্য করতে পারেন।   তবে অবসসই শারিয়াহ আইন মানবেন।  হারাম ভাবে কথা বলতে যাইয়েন না মেয়েদের সাথে।
Simple । আর কিছু সমস্যায় পড়বেন হয়তবা তবে হালাল পথে ambition নিয়ে থাকলে ইন শা আল্লাহ হয়ে যাবে ।

তবে ভাই একটা কথা জানেন কি?

যদি ভালবাসতে পারেন । সমাজের কাছে খারাপ চেহারার একটা মেয়েকেই দুনিয়ার সবথেকে সুন্দর নারী লাগবে ।

যদি ভালো native আন্ডারস্ট্যান্ডিং এর দরকার হয় । তবে তো আমাদের দেশের মেয়েরাই best ।

সৌন্দর্য এর থেকে । দ্বীন কে প্রাধান্য দেওয়া best।

 

আর স্কলারশিপ এর যেই যেই প্রোগ্রাম এ অফার করে :

Master’s Programs: Data Science , Advanced Manufacturing , Photonics and Quantum Materials, Digital Electrical Energy, Computational Science, Materials Science,Life Sciences, Communication Technologies,Petroleum Engineering,Engineering Systems,Mathematical Physics,Computational Mechanics

 

PhD Programs: Mathematics and Mechanics,Physics,Engineering Systems,Materials Science,Life Sciences,Computational & Data Science,Petroleum Engineering, Agrobiotechnologies

 

নেও মিয়া রেফারেন্স link দিলাম:

https://scholovo.tech/scholarship/skoltech-scholarship-russia-2025/

 

scholovo.techএখানে গিয়ে details দেখে নাও । আর যাওয়ার আগে ভালো করে research করে যাবা। নাহলে মারা খাইলে আমার দোষ নাই ।

যাই করেন হালাল থাকেন ।

Shares:
Leave a Reply