WELLCOME BACK

H

ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..

তো চলে এলাম নতুন একটি প্রোজেক্ট নিয়ে। এই পোস্টে কিভাবে নিজের Portfolio ওয়েবসাইট তৈরি করবেন? কোডিং জানা ছাড়াই তবে একটু তো কোডিং জানতেই হবে তাহলেই সবকিছু বুঝতে পারেবন!

আমরা চাই যে অনলাইনে আমাদের নিজে একটি সুন্দর ওয়েবসাইট হোক, তবে পারি না কোডিং, হোস্টিং এবং ডিজাইন এর জন্য।তবে এই পোস্ট আমি আপনাদের দেখায় দিবো নিজের ওয়েবসাইট তৈরি করতে সাথে কোডিং ও বুঝতে পারবেন! য়ার জন্য পোস্টটি পার্ট অনুযায়ী হবে। পার্ট অনুযায়ী হওয়ার কারণ!

হোস্টিং না থাকলে কি করবেন, তাই Wapka থেকেই নিজের ওয়েবসাইট তৈরি করুন। জানে একটি হলেও থাকে!

আর Wapka এ কোডিং অনেক সহজ তবে একটু বেশি কোডিং করা লাগে, সেটা বেপার না আমি আছি।

Wapka ই কেনো?

আপনি যদি Wapka কে ছোট মনে করেন তাহলে ভুল করছেন। Wapka তেও google ads নেওয়া যায় যদি আপনি চেস্টা করেন। Wapka এর কোডিং Html Css & Javascript এবং আরো আছে, যার দ্বারা অনেক সহজেই ডিজাইন করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

তো আসল কথায় আসি!

আপনি Wapka তে একটি Parsonal Portfolio ওয়েবসাইট তৈরির সম্পূর্ণ পোস্ট দিবো এক এক করে!

কি রকম ওয়েবসাইট?

তো প্রিভিউ দেখুন! নিজের জন্য অনেক ভালো হবে এটি!


আপনি যদি এই টুকু ডিজাইন দেখেন তাহলে বলবো আরো অনেক ডিজাইন আছে।

Menu বার এ ক্লিক করে যে-কোনো একটি তে ক্লিক করলে সেটি নিয়ে ডিজাইন চলে আসবে!


আপনি এসব আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন!

তো চলুন শুরু করা যাক!

কিভাবে এটি নিজে তৈরি করবেন?

প্রথমে আপনি Wapka তে একটি নতুন ওয়েবসাইট তৈরি করে তার Control panel এ আসুন!

সব ওয়েবসাইট এর জন্য সবথেকে প্রথমে Css লাগে তাই, এখানে ক্লিক করুন! নতুন পেজ খুলার জন্য!

এখন style নামে একটি পেজ তৈরি করুন।

আর text/css সিলেক্ট করবেন অবশ্যই!

এখন এই পেজের Control panel এ ক্লিক করুন!

এখন New Codes এ ক্লিক করুন!

এখানে কোডটি কপি করে বসিয়ে দিন!


তো এই পোস্ট এখানেই শেষ! দেখা হবে পরের পোস্টে।

THE END

S

o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.

Shares:
Leave a Reply