WELLCOME BACK
তো চলে এলাম আরো একটি নতুন পোস্ট নিয়ে। তো আজকের পোস্ট কি নিয়ে কথা বলবো আশাকরি আগেই বুঝতে পারছেন!
তো এই পোস্ট আমি আপনাদের একটি ফ্রিলান্সার Portfolio ওয়েবসাইট তৈরি করে দিবো। বলতে গেলে এই পোস্ট ডিজাইনার এবং ফ্রিল্যান্সারদের জন্যই শুধু। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার ক্লাইড পেতে অনেক সমস্যার মাঝে পরতে হয়? আপনার যদি একটি নিজের Portfolio ওয়েবসাইট থাকে তখন আপনার না ক্লাইড ই আপনাকে খুজবে।বুঝতে পারেন নি? তো বলতেছি!
ফ্রিল্যান্সারদের জন্য Portfolio ওয়েবসাইট কেনো প্রয়োজন?
Freelancer দের জন্য Portfolio ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ:
- 1. ক্রেডিবিলিটি বাড়ায় – প্রফেশনাল ওয়েবসাইট থাকলে ক্লায়েন্টরা আপনার উপর আস্থা রাখে।
- 2. কাজের নমুনা দেখানোর সুযোগ – আপনার স্কিল, প্রজেক্ট এবং এক্সপেরিয়েন্স সহজেই শেয়ার করতে পারবেন।
- 3. বেশি ক্লায়েন্ট নিয়ে আসে – গুগল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন ক্লায়েন্ট পেতে সাহায্য করে।
- 4. প্রাইস জাস্টিফাই করা সহজ – আপনার দক্ষতা ও কাজের মান দেখিয়ে হাইয়ার রেট চার্জ করতে পারবেন।
- 5. ব্র্যান্ডিং সুযোগ – নিজেকে অন্যান্য ফ্রিল্যান্সার থেকে আলাদা করে তুলতে পারবেন।
সহজ কথায়, Portfolio ওয়েবসাইট = ডিজিটাল বিজনেস কার্ড + মার্কেটিং টুল যা ফ্রিল্যান্সারদের জন্য অপরিহার্য। 🚀
আর আমি এই পোস্ট ফ্রিল্যান্সারদের জন্যই বলার মূল কারণ, আমি যে ডিজাইনে আপনাদের একটি নিজের Portfolio ওয়েবসাইট তৈরি করে দিবো সেটা শুধুমাত্র ফ্রিল্যান্সারদে জন্য ডিজাইন করা হয়েছে।যা নিজেই দেখতে পাবেন!
ওয়েবসাইট তৈরি কোথায় করে দিবো?
আপনি টাকা খরচ করে একটি এমন Portfolio ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে, অনেক টাকা খরচ করতে হবে। ওয়েব হোস্টিং,ডোমেইন, ডিজাইনার এবং থিম এগুলোতে কত টাকা যাবে আশাকরি বুঝতে পারছেন।
আর যদি Blogger এর কথা বলি তাহলে সেটি নিজের মতো থিম তৈরি করা, এতো সহজ না। আসলে আমি পারি না, তবে চেষ্টা করেছি কিন্তু পারি নি। তাই যাতে সবাই ওয়েবসাইটি তৈরি করতে পারে সেই জন্য এটি আমি Wapka তে তৈরি করবো আপনাদের জন্য।চিন্তা নেই এবার একদম শুরু থেকে আপনাদের কিভাবে কি করবেন সব বলবো 😊
তো আপনি এখন নিশ্চয়ই থিম এর প্রিভিউ দেখতে চাচ্ছেন, তো চলুন থিমটির সম্পূর্ণ জেনে নিন!
থিম — যে থিমটির ব্যবহার হবে!
এই থিম বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য তৈরি করা হয়েছে। এটি আসলে একটি পেইড WordPress থিম, যেটা নিতে অনেক টাকা দিতে হবে। তবে আমি এটি Wapka তে আপনাদের তৈরি করে দিবো, তো চলুন Wapka ওয়েবসাইট এর প্রিভিউ দেখুন।
থিমের স্কিনসট, মোবাইল থেকে সুন্দর মতো নেওয়া যাবে না তাই একদম লাইভ ডেমো দেখালাম 😊
থিমের বৈশিষ্ট্য (Features)
থিমের সবকিছু ইংরেজিতে বলছি, কেনো না বাংলাতে বললে ঠিক মতো বুঝতে পারবেন না 😊
- Based on Bootstrap 5.x
- Gsap Animation Included.
- Scroll Animation Included.
- Hover Animation Included.
- Light & Dark version available
- Retina Ready.
- SEO on-page optimized.
- 100% Responsive
- Subscribe Form
- Cross Browser Support
- Clean and Organized code
- Regular Updates
- Google Fonts
- Valid HTML5 / CSS3
- Image background
- Easy to customize
- Flexible and multi-purpose
SASS CSS
আশা করি এসব বৈশিষ্ট্য (Features) আপনারা ডেমো তে দেখতে পেরেছেন! 😊
তো এখন থিমটি Wapka তে তৈরি করার পালা!
কিভাবে এটি Wapka তে তৈরি করবেন?
আমি আপনাদের একদম সহজে এটি তৈরি করে দেখাবে, যাতে সবকিছু এডিট করে নিতে পারেন!
এখন অ্যাকাউন্ট থাকলে লগইন করুন, না থাকলে তৈরি করুন। যদি অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয় তাহলে বলবেন এটির জন্য Trickbd তে আমার পোস্ট আছে আমি লিংক দিয়ে দিবো।
এখন Dashboard এ এসে, নতুন ওয়েবসাইট তৈরি করতে এখানে ক্লিক করুন!
এখন আপনার সাইট নাম দিন আর সার্চ করুন!
আপনার সার্চ করা ডোমেইন একটিভ যেগুলোতে থাকবে না সগুলো আসবে, যে-কোনো একটির সিলেক্ট করুন। আপনার যেটা পছন্দ!
এখন pricing আসবে, একদম নিচে এসে এখানে ক্লিক করুন
এখন এখানে!
আপনার সাইট তৈরি!
এখন এটির Control panel এ ক্লিক করুন!
এখন New codes এ ক্লিক করুন!
এখন Save করুন! (পার্ট পোস্ট করতে পারবো না, তাই সব কোড আপনাদের নিজের-ই এডিট করতে হবে 🙂)
এখন আপনার কোড বসানো শেষ! আর ওয়েবসাইট তৈরি শেষ!
THE END