আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন । আশা করছি ভাল আছেন ।
ট্রিকবিডি পরিবারে এই পোস্ট টি দ্বিতীয় পোস্ট হতে চলেছে । আজকের এই পর্বে আপনাদের দেখাবো যা যা তা নিচে উল্লেখ করা হলো :
- দ্বিতীয় পার্টে আপনাদের যা যা দেখানো হবে :
- কিভাবে টেলিগ্রাম রেফার বট তৈরি করবেন ?
- কিভাবে বট রান করবেন ?
কিভাবে টেলিগ্রাম রেফার বট তৈরি করবেন ?
আপনার টেলিবট দিয়ে টেলিগ্রাম বট তৈরি করতে কিছু পাইথন কোড লাগে । পাইথন শুনে হয়তো আপনি মনে মনে ভাবছেন আমি তো পাইথন পারি না । আপনার চিন্তার কোন কারন নেই । আপনি আমার দেখানো পথে চললেই একটি টেলিগ্রাম রেফার বট তৈরি করতে পারবেন।
সর্বপ্রথম কাজ হচ্ছে কোডগুলো সংগ্রহ করা । আপনার কোড গুলো সংগ্রহ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে । যাওয়ার পর চ্যানেলে সবার প্রথমে কোড গুলো দেখতে পারবেন ।
এই ছবিটিতে আপনি হয়তো Command লেখা দেখতে পারতেছেন এবং বিভিন্ন কোড দেখতে পারতেছেন । এই চ্যানেলে জয়েন হয়ে নিবেন ।
আপনার এখন Telebot Creator অ্যাপসটি ওপেন করবেন । এই অ্যাপটি কি যদি না জেনে থাকেন তাহলে আমাদের প্রথম পার্ট দেখে আসতে পারেন । প্রথম পার্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দেব ।
এপটিতে প্রবেশ করে লগইন করার পর দেখতে পারবেন একটি Add New নামক বাঁটন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন ।
আগের পার্টে দেখিয়েছিলাম কিভাবে বট টোকেন তৈরি করতে হয়। বট টোকেন কপি করে নিবেন । কপি করার পর আবার টেলিবট ক্রিয়েটরে যাবেন ।
উপরের সাদা ঘরটিতে টোকেন টি পেস্ট করে দিবেন । দেয়ার পর ক্রিয়েট বট (Create Bot) বাটনে একটি ক্লিক করে দেবেন ।
উপরের ছবির মত দেখতে পারবেন আপনার বটের নাম দেখা যাচ্ছে । বটের নামের উপর একটি ক্লিক করে দিবেন ।
নামের উপরে ক্লিক করার পর এমন একটি পেজ দেখতে পারবেন । পেজটির এর উপরে চিহ্নিত করা বাটনটিতে ক্লিক করে দিবেন ।
দেখতে পারবেন Add Command নামক একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন ।
ক্লিক করার পর দেখতে পারছেন । কমান্ড নাম চাচ্ছে নামগুলো আপনি আমাদের টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবেন । টেলিগ্রাম চ্যানেলে দেয়া প্রত্যেকটি নাম সেম টু সেম দিবেন । যদি আপনি কোর্ড এডিট করতে পারেন এবং কোড এডিট করা জানেন । তাহলে চাইলে আপনি কমান্ডের নাম চেঞ্জ করে কোডের ভিতরে নাম চেঞ্জ করে দিতে পারবেন আর যদি না পারেন তাহলে এগুলো আপনার চেঞ্জ করা দরকার নাই চ্যানেলে দিয়ে সেম টু সেম কমেন্ট দিয়ে দিবেন ।
এখানে যে কমান্ডের পাশে /start লেখাটি দেখতে পারছেন এখানে একটি ক্লিক করে দিলেই কমান্ড টি কপি হয়ে যাবে । পরে আপনি কমান্ডের নামের জায়গায় নামটি দিয়ে সেভ চেঞ্জ এ ক্লিক করে দিবেন।
উপরে দেখানো ছবির মত বাটনটিতে ক্লিক করে দিবেন । আমাদের চ্যানেল থেকে কোড গুলো কপি করে নিবেন /Start কমান্ডের ।
দেখানো ছবির মত কোড গুলো কপি করে । Telebot Creator পেস্ট করে দিবেন ।
পেস্ট করে দেয়ার পর দেখতে পারবেন একটি টেলিগ্রাম ইউজার নেম রয়েছে । সেখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটি দিয়ে দিবেন । দেয়ার পর উপরে সেভ বাটনে ক্লিক করে দিবেন । এভাবে প্রত্যেকটি কমান্ড এবং কোডগুলো টেলিবটে এড করতে থাকবেন এবং কোড গুলোতে দেখতে পারবেন বিভিন্ন টেক্সট রয়েছে ইংরেজিতে সেগুলোতে আপনার মন মত লেখা দিয়ে দিবেন যেগুলো বটে ইউজার কমান্ডগুলো সেন্ড করলে । লেখাগুলো তার কাছে অটোমেটিক পৌঁছে যাবে ।
কিভাবে বট রান করবো ?
বট রান করার জন্য Telebot Creator অ্যাপের ভিতরে হোম বাটনে ক্লিক করবেন ।
এই ছবিটিতে হয়তো দেখতে পারতেছেন হোম বাটন এর চিহ্নিত করা আছে সেখানে ক্লিক করবেন । করার পর এই পেজটিতে নিয়ে আসবে । এখানে আপনি working লেখা একটি সবুজ বাটন দেখতে পারতেছেন । ওয়ার্কিং মানে বট কাজ করছে বা চালু রয়েছে । আর যদি কাজ না করে তাহলে stopped লেখা শো করবে । রান করার জন্য ওয়ার্কিং বাটনে একবার ক্লিক করবেন । পরে স্টপ বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করে ওয়ার্কিং বাটনে নিয়ে আসবেন । পরে আপনার টেলিগ্রাম বট স্টার্ট দিয়ে চেক করবেন । দেখবেন বট স্টার্ট হয়ে গেছে ।
যদি এই পোস্টটি ভাল লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন । যদি কোন ধরনের সমস্যা ফেস করেন কমেন্টে তা তুলে ধরবেন । সমস্যার সমাধান দেয়ার ফুল চেষ্টা করব ।
টেলিবট দিয়ে তৈরি করুন টেলিগ্রাম বট (পার্ট ১)